Wednesday, October 26, 2016

freedom

it feels so damn good to end this chapter.. finally I'm free... it feels so damn good to be able to move on in life..
cheers!!! to freedom...
I hope ill never see/ hear from you ever again...
Thank you so much for leaving.. please don't bother looking back.. 

Tuesday, October 11, 2016

মন খারাপের ঘর,
বলা কথার ফুরায় অবসর।

মাথার উপর মেঘ,
বৃথাই বারে মনের গতিবেগ।

অপ্রস্তুতির শেষে,
বৃষ্টি এসে ঠোঁটের পাড়ে মেশে।

একলা অালোয় খুঁজি,
এমনি করেই ভুলে যাওয়া যায় বুঝি!

Friday, September 23, 2016

the beginning of end

All that has an end, all that is mortal, is beautiful.. just because one day it will perish, just because it will not be concurrently glorified with unjustifiable infinity... everything that is mortal is more meaningful and precious....

My dear, we shared great times together,  great laughs and great sorrows... time has tested us with its best weapons and we have stayed strong like tall trees facing thunder rains.... we have been most genuine to each other...

The end approaches and we must part ways. be well. till we meet again in some other life... where you are more you, and I'm more of myself...

P.S: I love you. But love isn't enough to wake the dead from their sleep.. I thank god for that. dead are ugly, scary, they lurk like a ghost. let us be remembered forever in sweet memoirs, touchy poetries, and soulful music like all other beautiful things that perished in right time.

Let them tell our tales that begins with "once upon a time, in a land not so far away......."

Wednesday, September 21, 2016

nonsense revisited

so, there she is..
sitting there silently...
voices, too many voices speaking inside her head.... insecure, unsure of herself she doesn't want to listen anymore..
everyone have their own burden...
she is largely blessed with her own...

Now, she is looking at her phone...
empty wallpapers, social posts, random messeges, all of it fails to touch her....

she isn't game anymore...

"so, what are you thinking? "- the world enquires.... she screams out to reach a reply... she wishes she could talk to someone, someone who could be trusted with a blindfold on....
"nothing ".....

she smiles...

Tuesday, September 6, 2016

empty inside

perfect life! perfect lie!

oh! what a maskarade party life is..

weed... cleans of every single drop that my heart cries... weeps...
hollow and empty inside... I laugh.. what else can I do? but laugh at myself..

love! half hearted..
life! unsuccessful...
friends! misunderstanding...
family!  wondering...
neighbours! invisible...
No matter how hard I try, I cant please anyone... no one can ever understand me... im but too complicated... so go on. leave me.. let me slip through your fingers too... they all did... void seems fuller now.. I don't lick my wounds.. I prefer them open.. reminds me how stupid I am.. no one else to blame but myself... morbidity... embrace me...

Wednesday, August 10, 2016

যেসব ডায়েরীর পাতার ভাঁজে শুকনো গোলাপ যত্নে লোকানো থাকে, সেসব ডায়েরীরা অনেক নিঃশব্দ গল্পের সাক্ষী। এমন ঝড় বাদলের দিনে কেন জানিনা মন সেসব ডায়রী হাতরাতে চায়। পাতা উল্টে উল্টে দেখা, নানারকম বিবর্তনের ছাপ। কোথাও রক্তমমাখা নাম, কোথাও শুধুই কেজো কথা, কখনো তা রোজনামচা গায়ে দীনহীন, কোথাও তা অমর প্রতিশ্রুতি খোদাই মাইলফলকের মতো দৃঢ়, সুঠাম। গল্পের সাথে সাথে গল্পকারেরও কায়া পরিবর্তন হয় লয় বজায় রেখে। কোথাও সে চঞ্চলা হরিণী, কোথাও বর্ষণমুখর মেঘ, কোথাও শান্ত প্রশস্ত শরতের অাকাশ। ডায়রী বলে চলে, বয়ে চলে অনন্ত প্রবাহের মতো। গোলাপের সংরক্ষিত মৃতদেহ শুধু মনে পড়ায় কিছু টুকরো খড়কুটো স্মৃতি, কিছু অবসাদ একটু খোঁচালেই যা দগদগে হয়ে ওঠে, কিছু বারবার ঠোঁটে বোলানো পাপড়ি যা চুম্বনের চেয়েও গাঢ়। কোনো কোনো স্মৃতি ডায়রীর পাতায় বন্দী থাকাই শ্রেয়।
মানুষের একটা বয়েস অাসে যখন থেকে সে বুঝতে শেখে যে ব্লেড সবকিছু কাটার ক্ষমতা রাখে। গায়ের চামড়া, হাতের শিরা থেকে জমাট রাগ, সপাট দুঃখ সবটুকু। অামি সেই বয়েস থেকে নিস্তেজ হওয়া শিখেছি। প্রবল হাসিতে অামি নিস্তেজ হয়ে যাই, প্রকান্ড রাগে অামি নিস্তেজ হয়ে যাই। সহস্রের ভীড়েও অামি নিস্তেজ, বিধুর একাকীত্বেও অামি নিস্তেজ।  অামার মেরুদন্ডে কোনো উত্তাপ নেই, অাছে শুধু পরাশ্রয়ী ঠান্ডা শ্রোত। কোনো ব্লেডে অামার নুব্জতা কাটা যায় না। অামার অপ্রতিভতা কেবল দুঃখবিলাসিতা মাত্র। এমন শীতলতা কাটার ক্ষমতা কারোর নেই।

Tuesday, August 9, 2016

সমাপ্তির এই বধ্যভূমিতে,
মুখোমুখি দাঁড়াবার পথ নেই বাকি।
এখানে এসে দাঁড়াও পথিক,
দেখো নিস্তব্ধ এই পাষানমাটি।
এখানে ছড়ানো শুধু
কাটাকুটি শব্দের অবারিত লাশ।
কুড়িয়ে নাও কবিতার ধ্বংসাবশেষ।
মানুষের চেয়েও সস্তা যা কিছু,
তাকেই প্রতিশ্রুতি জেনো।
ঠোঁট রাখো শবদেহের বুকে,
শুষে নাও অস্তমিত হৃদস্পন্দন।
এখন অার খিদে নেই,
তৃষ্ণা নেই, কাম নেই, মোহ নেই।
অনন্তের এই বধ্যভূমিতে
তাকিয়ে দেখো পথিক
দিকে দিকে উদীয়মান সূর্যতাপ
এখানে শুদ্ধ হওয়ার ব্রতে
জ্বলছে নারীত্বের সব অভিশাপ।

Monday, August 8, 2016

এভাবেই নেমে এস মদ্যপ রাত,
এভাবেই খুলে রাখো অলিন্দ
রঙহীন বালিশের পাশে।
রক্তিম অাবেশ মেখে
হুঁশহীন হওয়াও কঠিন।
তোমায় জড়াবো বলে
খুলে ফেলি দ্বিধাহীন
বিষাদের অাঁচল,
নিষাদের গোপনতর বেশ।
কিছু কিছু সঙ্গম
সুরাপায়ী শব্দের মতো,
ইন্দ্রিয়প্রবণ নেশাতুর মৃত্যুহীন।

এভাবেই বৃষ্টি কুড়িয়ে নিয়ে যাক
অধরা সব চুম্বনের স্মৃতি।
ওষ্ঠ অধরের নিথর শবদেহ
অাগুন পায় পশ্চিম অাকাশে,
অস্তগামী সূর্য্যের কাছে।

এভাবেই নেমে এস মদির রাত।

Tuesday, July 19, 2016

শেষ অাদরের রঙ ফিকে হয়ে অাসে,
যেমন করে সন্ধে নামে
কুমারী নদীর অাগলহীন বুকে।
সব দাগ ভুলে অরব হতে চায় পিছুটান।
ছায়াও মুছে ফেলে ললাটলিখন,
তারপর?
নদী অভিসারে অাসে শব্দহীন হয়ে
কবির কাছে শব্দঋণ নিয়ে,
বিবস্ত্র, লজ্জাহীনা, কাঙালীনি, রজঃস্বলা
অাদরহীন রক্ত হারায় পরিচিতি,
অাপামর জলস্রাবে।

একমাত্র অভিসারিকাই জানে,
অালিঙ্গনে অালিঙ্গনে
কবি ঢেলে দেয় অাদুরিলগ্নে
নদীগর্ভে অমর শব্দবীজ।

Saturday, July 16, 2016

নিজেকে গুটিয়ে ফেলেছি দেখ।
চামড়ার ভিতরে ক্লেদমাংসহীন,
অবিকল গুটিয়ে যাচ্ছে তৃষিত শব্দেরা।
এত তৃষা অাসে কোথা থেকে?
মদমত্ত প্রেম থেকে?
মরোণত্তর জমি থেকে?
গর্ভভেদী অাকুতি থেকে?
জানা নেই, জানা নেই,
প্রকাশ জানা নেই।
গুটিয়ে নিয়েছি তাই।
কোষে কোষে,
শিরায় শিরায়,
মেরুদণ্ডহীনতা,
ওত্ পেতে বসে থাকে,
শুধুই জড়ায়,
কামুক প্রেমিকের মতো।
জারিত হতে থাকি
হৃদযোনীরসে, মৌনতৃষায়,
অমানিশায়।
নিজেকে গুটিয়ে নিয়েছি দেখ
অবিনশ্বর, নিরুদ্ধ কুন্তলীতে।

Friday, July 15, 2016

কারোর কারোর কাছে ফেলে অাসা যায়,
বেহিসাবি পাগলামি, মধ্যরাতের চাঁদ,
মৃদুমিহি বর্ষণ, অাদুরিয়া মেঘ, মোহনিয়া ঘুম।
ব্রম্হজ্ঞানী তোমাকে,
যুবতী কবিতা দিতে পারি,
অঘ্রানি শব্দের ওম দিতে পারি,
মৌন সাধনায় সঙ্গ করো যদি।
কারোর কারোর কাছে রেখে অাসা যায়,
মৌনমুখরতা, সহজীয়া নীরবতা,
মেয়েলি নিস্ছলতা,গাঢ় মরসুম।
এখানে এখন থমকে অাছে মেঘ।
চোখের পাতায়,
যতটুকু নাব্যতা স্পর্শ করা যায়,
যতটুকু নাভিমূল পার হলে
যৌবন ফুটে ওঠে কৃষ্ণচূড়ায়,
এখানে সে শীতঘুমে থাকে।
বর্ষা এখানে নেহাত স্থবির।
এখানে কোনো দেহ নেই,
দেউলিয়া লাশ,
ফ্যাকাসে সাদা ঠোঁট
 হাওয়ায় কাঁপে তিরতির,
গান ভাঙে বিবাগি নদীর।
এখানে থমকে গতিবেগ।

মেঘ তুমি ঘন হও,
গাঢ় হও,
প্রসববতী হও।
অাকাশের বুক চীরে
গর্জীয়ে ওঠো প্রসূত শিত্কারে।
এখানে জন্ম নিক,
তোমার অতলান্ত বর্ষণবীজ।
বজ্রগর্ভ পার করে,
সব কবি হোক বিপ্লবী।

Thursday, July 14, 2016

নিঃশব্দের এই উপত্যকায়
তাকিয়ে দেখো।
এখানে ভীড় নেই।
মেঘের অাড়াল সরালে
তুমি নিঃশ্বাসের গভীরতা দেখতে পাবে।
এখানে এখন ক্ষীদে নেই,
মৃতদেহের সংরক্ষণ অাছে।
অপলক তাকিয়ে দেখ,
তোমার চাহনিতে
বধ্যভূমিও সবুজ হয়ে ওঠে।
নিস্তব্ধের এই উপত্যকায়,
মৌনতা রঙ মেখে
তোমার অামি
ফিকে থেকে ফিকেতর হতে থাকে।
তুৃমি অাসবে
ঠোঁটের প্রান্তে প্রবাহমান চুম্বন
গাঢ় সঙ্গমের মতো মোহ
বাসা বাঁধবার মতো দৃঢ় কোনো শব্দ নিয়ে।
মিলন এখানে এখনো অপেক্ষায়,
মৌন কোনো কবিতা ভাসে,
বায়বীয় উপত্যকায়।

Friday, June 10, 2016

waiting fot some miracle

While only a fortnight remain, I close my eyes every night and pray for a miracle.. a miracle that would save my life..a miracle that would stop me from going..a miracle that will keep us together forever...
but then life is shit, and miracles don't happen... and more pills I carry that will incur sleep to my eyes like some tricky witch... and here my heart will remain with you my love... as no absense is strong enough to change that... even miracles won't do it... I love you. I wish I could stop bh..by the miracles that don't happen..

Monday, June 6, 2016

shine

I've just stopped counting, counting years..days..months.. my fingertips can't hold em anymore..the numbers have become oblivious.. its you, the same old you who have metamorphosed, from a caterpillar to a butterfly and then back again to that pupa state inside the cocoon that I so love to cut with my claws.. yes, I've never regretted doing that... I'm glad I found you..in each stage I've found you.. I know your hard side, I know where you grow soft... I know you don't regret me bursting into your cocoon either..we become one..we separate..we metamorphose into parallel universes.. few more days to go till you become an year wiser and crazier... and I find myself enchanted for the rest of my life over and over again... I've stopped counting.. counting time that we spend together, and time we spend alone..SHINE ON YOU CRAZY DIAMOND...
I LOVE YOU BEBE..

Thursday, June 2, 2016

three weeks more

three more weeks, twenty one days precisely.. yes I'm counting..
three more weeks of sniffing your hair,kissing your lips, touching your skin, and holding you in my arms like forever..
just when I thought my life was sober, it unfolded again...
this time a lot of time bebe, a lot of me, a lot of you to miss out on... my amazing city with all the amazing assholes in it...
everynight I close my eyes, I pray, I pray for a future, a future with you, without separations, without heartaches...
I pray for three more weeks before I lose myself in the abyss..

Tuesday, May 3, 2016

ঝড় ওঠে, ঝড় থেমে যায়
কবির খাতায়,
উড়ে অাসা কুটোর কবিতা
কবির মুগ্ধতা
নিয়ে তাকায় অালেয়ার দিকে।
ঝোড়ো রঙ ফিকে।
সুদূরের চোখ,
জড়িয়ে নেয় বর্ষার মোড়ক
চলকায়।
কালি জমে কবির খাতায়।
মোহজাগানিয়া,
জেগে উঠে বিদিশার স্পর্শতনয়া
চোখ রাখে ঠোঁটে,
অধর ফুরালে তার কাম জেগে ওঠে।
ঘুম নেই
নেই তৃষা, চুম্বন দিলে যেই
নীরবতালিপি,
শিলাবুকে পুঁতে দিল বীজ চুপিচুপি।
অতলের নামে
ঝড় ওঠে, ঝড় বয়, ঝড় থামে,
কবিদের খামে,
রেখে যায় বেনামী মেঘ গুটিসুটি,
বিষাদের চিঠি।

Wednesday, April 20, 2016

মোহনি ছায়ায় ঝিম ডুবে যেই হাওয়া,
তার শরীরেই ঋতুর অাসা যাওয়া..
ভেজা ঋতু হিম,ঋতু পুড়ে ছারখার,
কাঁপে ছায়াদেহে অধর মিলনসার..

Friday, April 15, 2016

In every girls life there is some fairytale lying round the corner waiting for its chance to reality. Life is all about that. Demons, Vengeance, Corruption, falsies, Innocence and then the death of it, and love, and free spirits, and happy endings. Only the true loves kiss can break the curse. The curse of being miserable, the curse of being a hopeless loser, the curse of facing the world alone, shattered and broken. Fairy godmothers do exist. Look around you and you'll see, disguised as a friend, as your sisters, as your mother or even as a male close to you by some relation or other. But the only way to a happily ever after is through that true loves kiss. We must take that chance..p

Thursday, March 31, 2016

মৃত্যুর মিছিল জুড়ে হেঁটে চলে মোমবাতি।
শুয়ে থাকা গ্রীষ্মকালীন রাজপথ
মন দিয়ে শোনে নির্বিকার জড়তা।
মাথার উপরে ভ্রাম্যমান শিকারির ঠোঁট,
ছোঁ মেরে তুলে নেয় মুখে,
প্রসূতি মন্ড থেকে অজাত গর্ভের ভ্রূণ।
নির্বাচনী ছায়ামেঘে ঢাকা পড়ে সূর্যের মূখ,
এইবার শকুনের মোচ্ছব হবে।
ভাঙা অাড়ালের নীচে চাপা কান্না যত,
হাত বাড়ায়, ছোঁয়া পেয়ে হাত কাঁপে।
তিলোত্তমার বুকে ধ্বংসস্তুপ হাতড়ায় কাল।
মোমবাতিযাত্রায় শবদেহ বেড়ে চলে ক্রমে,
নিরবতা হাঁটে, জড়া হাঁটে, চেতনা হাঁটে,
ধর্মও হাঁটে শেষে মানুষের অভাবে।
মৃত শহরের বুকে বেদনা নেই, অাছে শান্তি,
যেমন থাকে গোরস্থানে, অথবা শ্মশানে।

Monday, March 21, 2016

মধ্যরাতে বদল হয় ছবি
বাসন্তী অার অাসমানী,
ফিকে হওয়ার পায় চুরান্ত অাকাশ।
তুলি মুখে জমে থাকে
অাবীর ফাগের কূটো,
পলাশের মতো গাঢ় কোনো
শরীর অার ফাঁকা নেই।
হাওয়া শরীরেও রং লাগেনা,
বোলপুরি কোনো মিঠে শাড়ি
সুরের অভাবে কমে অাসে,
অাঁচলের স্মৃতিটুকু আবহমান
বয়ে চলে গাঙ্গেয় উপত্যকায়।
মনোক্রোম ক্যানভাস,
বহন করে ছবির সাদা লাশ।
সব হত্যাই মধ্যরাতের,
বসন্তের শবযাত্রায়,
নত মুখে হাঁটে গ্রীষ্মের শহর।
অসামঞ্জস্যের ঘর।

Monday, March 14, 2016

"ছোঁয়াছুয়ি হবে জীবনের পরে"
স্বপ্ন অাঁকড়ে শুয়ে পড়ে দিন,
দিগন্তরেখার গায়ে...
বিষন্ন পায়ে এগিয়ে চলে রাত..
আকাশের মাটি মাখামাখি করে
পূবে লালনদী হয়ে অাসে ক্ষীন
মিলনতিথী ফুরোয়...
সাক্ষী শুধুই অর্ধ কলার চাঁদ..
কিছুই জমেনা জন্মান্তরে,
জনম জনম অাদরবিহীন
অাবহমান সময়...
কিছু জীবনের কেবলই সমানুপাত..

Friday, March 4, 2016

শব্দতৃষা নিয়ে
আমি  বসে থাকি,
মুহূৰ্তের কাছে..
যে মুহূর্তে কোনো ক্ষিদে নেই,
কোনো চাওয়া নেই, কোনো দাবী নেই..
কোনো ক্ষীণ শরীর নেই,
কোনো দ্ৰুত সঙ্গম নেই,
কোনো ব্যস্ত চুম্বন নেই..
যে মুহূৰ্তের
শুধু আকুতি আছে,
স্পৰ্শকাতর শব্দ আছে,
প্রকাশস্পৃহা আছে..
ব্রহ্মান্ডের  সেই সকল
মুহূর্তযোনির কাছে,
আমার অপার ঋণভার নিয়ে,
আমি বসে থাকি অবিচল..
এমন ঋণশোধকে
তুমি কবিতা বলে জেনো,
প্রেম বলে জেনো..

প্রচলিত Verse, a retrospective.,

"দুধ মাঙ্গোগে তো ক্ষীর দেঙ্গে..
কাশ্মীর মাঙ্গোগে তো চীর দেঙ্গে.."

আমার জন্ম কলকাতায়.. জন্ম ইস্তক বাংলা আমার মাটি, আমার মাতৃভাষা, আমার দেশ..পড়াশুনো শেষ হওয়ার পর থেকে মাটি কামড়ে পরে আছি.. জীবনযুদ্ধ.. জীবিকার সন্ধানে লড়াই.. আমার জড়াগ্রস্থ বয়সের ভারে নুব্জ শহর.. আমার উচ্চাকাঙ্খা আমার দেশের আকাশের থেকে উঁচু.. কানের পাশে প্ৰতিনিয়ত হাওয়ায় ভাসে শহরবাসীর দীর্ঘশ্বাস.. "হবেনা.. এখানে কিচ্ছু হবেনা..".. পিছুটানে বাধা পড়ে থাকি... আমার শহর আমায় বলে "ছেড়োনা, এত তাড়াতাড়ি হাল.ছেড়োনা..আমায় জড়িয়ে থাকো" মাটির টান বড় আমোঘ.. আমি প্রেমবিদ্ধ হয়ে দাঁতে দাঁত চেপে আরো দৃঢ় হয়ে উঠি, অসমান লড়াই এর ময়দানে আমার উজ্জ্বল ভবিষ্যতের সব স্বপ্ন এক লহমায় মাটির জন্যে শহিদ হয়ে যেতে চায়.. দুধ নয়, ক্ষীর নয়, শুধু জড় বোবা মাটি..

বাংলার বাইরে যে বাঙালীরা থাকেন তারা সবাই প্রবাসী.. দিল্লী-মুম্বাই-বেঙ্গালুরুবাসী থেকে শুরু করে আমেরিকা-লন্ডননিবাসী, সকলে প্ৰবাসী..Non-residential-bengalli.. কি অদ্ভুত! ভারতের মধ্যে বসবাসকারী ভারতীয় নাগরিক প্ৰবাসী.. দেশ তবে কোনটা? নাকি পুরোটাই.. ঘেঁটে যায়.. বিশ্বের আর কোনো দেশে এমন হয় কি? "সত্য রাষ্ট্রতন্ত্র! কি বিচিত্ৰ এই দেশ!"
দার্জিলিঙ এর গোর্খারা যখন পৃথক রাজ্যের দাবী করেন,আপামর বাঙালীর অভিমান হয়..বাংলার মাটি কাঁদে.. কিন্তু কেউ কাউকে চীরে দিতে চায়না.. বাংলা আগেই অনেক অস্ত্ৰপচার সহ্য করেছে..
দেশভাগের সময় যখন জাত আর ধর্মের নামে রাষ্ট্রনায়কেরা সোনার বাংলার খন্ড করে দিলেন, ভারতবাসী তখন সহনশীলতার ক,খ,গ,ঘ, শিখছিল..ইতিহাসের পাতায় একটিও উচ্চারণ পড়িনি আমি-" দুধ মাঙ্গোগে তো ক্ষীর দেঙ্গে, বেঙ্গল মাঙ্গোগে তো চীর দেঙ্গে".. তবে বাংলা কি ভারতবাসীর এত প্রিয় কিছু নয়? তাকে সহজেই তুলে দেওয়া গেছিল পূর্ব পাকিস্তানের হাতে? শুধু কাশ্মীর যত প্রিয়, পৃথিবীর ভূস্বর্গ,কোটি কোটি টাকার দেশী ও বিদেশী মুদ্ৰার পর্যটন ব্যাবসা,Annual revenue!!!! কাশ্মীর বড় প্রিয়..
আর সাধারণ কোনো কাশ্মীরি মেয়ে যে মাটি কামড়ে পড়ে থাকে, ক্ষিদের জ্বালা সহ্য করেও প্ৰবাসী হয়ে যায়না!!!! তার পেট, তার গর্ভ, তার ইজ্জতের প্ৰতি রাষ্ট্রনায়কদের কোনো জাতীয়তাবাদ নেই.. সেই সাধারণ মেয়েটির নাগরিক দাবী রক্ষার জন্য কোনো ট্রায়াল হয়না.. কোনটা সন্ত্ৰাসবাদ আর কোনটা জাতীয়তাবাদ বাঙালী মেয়ের সবটা ঘেঁটে যায়.. সে কখনো বরিশালে তার পূর্বপুরুষের ভিটে চোখে দেখেনি... কারণ বাংলা ভাগের সময় কারোর মনে এত গভীর জাতীয়তাবোধ ছিলনা..
হে ভূস্বর্গ ভালো থাকো.. সন্ত্ৰাসমুক্ত থাকো.. যেসব "ফ্রীঞ্জ এলিমেন্ট্স্" রা তোমার স্বাধীনতার দাবীতে সরব তারা সংখ্যালঘু... এবং লঘু ব্যক্তিদের কোনো দাবী ভারতের রাষ্ট্র সহ্য করেনা.. ফ্যাসীবাদী নায়ক তথা রাজনীতি ব্যাবসায়ী তথা মৌলবাদী White collar, কামুক  নেতা, ধর্ষক সামরিক শক্তি...এরাও একটা দেশ... বৃহত্তর দেশ...এই দেশে মাতৃদুগ্ধ ভাগ করে নিতে দোষ নেই, শুধু ভূক্ষন্ডভাগ নিয়ে রক্তক্ষয় অবস্বম্ভাবী...সাধারণ  মানুষের রুটি ক্ষীর সহযোগে রাজনৈতিক টেবিলে বসে প্ৰতিবেশী রাষ্ট্রের মুখে তুলে দিতে এখানে কোনো দেশপ্রেমে আটকায়না..

অভুক্ত মানুষের এই দেশে দুধের চেয়ে ভূক্ষন্ডের রাজনীতি বেশী.. সাধারণ মানুষ কেবলি সহনশীলতা প্ৰয়োগের পাঠ নিতে ব্যাস্ত.. চেরাচেরির কথা ভাবলেও গায়ে কাঁটা দেয়..রক্ত হিম হয়ে আসে..

হায় রে বাংলাদেশ! তোকে বাঁচানোর জন্যেও যদি এমন রাষ্ট্র থাকত..তোকে কেউ এভাবে "চীরে" দিতে পারতনা.. হতভাগীর দেশ ছিল শুধু, সাধারণ মানুষের দেশ...

Wednesday, March 2, 2016

ঘুম পেয়ে যায় পাহাড়ি নদীর,
সন্ধ্যা ফুরোয় অতর্কিতে..
বাঁশিরনেশা জাগল যদি,
কে ছুটে যায় তীরের দিকে?

"এই মেয়েটা খুঁজিস কাকে?"
অভিসারীর নাম ছিলনা..
যে দেহে শ্যাম, রাই সে দেহে,
দেহের কোনো নেই ঠিকানা..

চাঁদের গায়ে জলের ছায়া,
"জলেরও কি আরাম লাগে?"
বাদলা মাদল, মাতাল কায়া,
বাতাস রাঙায় প্রেমিক ফাগে..

নদীর কোনো ডাকনাম নেই,
বাঁশির সুরে কি নাম থাকে?
পাহাড়সূতা খোঁজে তাকেই,
সোহাগ বলে যেজন ডাকে..
হাওয়া ছুঁয়ে ছুঁয়ে যায় মুখ,
যেমন হঠাত্ অসতর্ক,
গোপন তোমার আঙুলস্পৰ্শ
পিঠে বোলায় ঊষা রঙের সুখ
আদর ছোঁওয়া মুখ..

Friday, February 26, 2016

ফাঁকা হয়ে আসে জনপদ
অবশ অন্ধকার নামে ঝুপ করে
অসময়ের বৃষ্টির মতো..
অন্ধ পথিক তার যাবতীয় প্ৰাণশক্তি নিয়ে
খুঁজে বেড়ায় অবসাদের চোখ..
কাকে খোঁজো পথিক?
"খুঁজি এক প্রেয়সীর চোখ",
এভাবে না খুঁজলে শহর চেনা যায় না..
শহরের চোখ নেই, প্রেম নেই..
যেখানে বাষ্প পায়, তাকেই আঁকরে ধরে..
"দেখেছ? কেউ কি দেখেছ?"
শহর দেখেনা কিছু, দেখে শুধু বিকৃত ভীড়..
উন্মাদিনীর ঝোলা স্তন, বিক্ষত ঊরু, রজঃস্নাত যোনী..
এভাবে না দেখলে কামুক হওয়া যায়না..
উন্মাদ চোখ শুধু অনন্ত পথ দেখে, গলি দেখে, দেখে ফুটপাথ...
অন্ধত্ব ভুলিয়ে দেয় সব, প্রেমিকের মুখ, ধর্ষকের হাত..
ফাঁকা কোনো জনপদে, রিক্ততা মাখা রাতে
পথ খোজে একজোড়া চোখ..
পথিকের অন্তরে জড়তা নামে ঝুপ করে, অসময়ের কুয়াশার মত..
"দেখোনি? কেউ কি দেখোনি?"
এভাবে না খুঁজলে মানুষ চেনা যায়না..

Thursday, February 25, 2016

সব চিঠিতেই মিথ্যে ছিল..
চিঠিগুলো দিয়েছিলে যাকে তাকে লেখোনি..
যে পড়েছিল সে অন্ধ ছিল..
অন্ধত্ব অনেক কিছু ভুলিয়ে দেয়..
ভুলিয়ে দেয় যে শব্দের কারবারি যারা
তারা শব্দ দিয়ে বাড়ি বানায়..
ঘাসপাতা ছাদ, ঝুল বারান্দা, দোলনা..
সামনে যতটুকু চোখ যায় সবুজ আর নীল..
শব্দের বাড়িগুলো ছাপার অক্ষরের মাটিতে
তাজমহলের ঔজ্জ্বল্য মেখে দাঁড়িয়ে থাকে...
এমন মানব স্থাপত্যের তারিফ করা যায়..
তার স্বত্ব পাওয়া যায়না..
কিছু চিঠি ছাপানোর জন্য লেখা হয়..
সব চিঠি সত্যি চিঠি হয়না..
যাদের চোখ আছে তারা পড়ে নিতে পারে..
তারা প্ৰশংসা করে বিশ্বাস করে না..
সব চিঠিকে বিশ্বাস করতে নেই,
যেমন বিশ্বাস করতে নেই যে তাজমহল প্রেমের প্রতীক..তাজমহল মৃত্যুর প্রতীক..বঞ্চনার প্ৰতীক..অহং এর প্রতীক..
চিঠি সেই মৃত্যুর কথাই বলে...গোপনে..একাকীত্বে..নিরবে.
একা হয়ে যায় ভীড়, ফাঁকা পথঘাট...
দোসর পায়না নদী..
মুখোমুখি বসবার লুকানো আঘাত
বাষ্প- বিরতি...

Wednesday, February 24, 2016

মুছে গেছে সব আদরের ডাক পড়ে আছে শুধু বালি.. চাউনিতে শুধু দাগ পড়ে আছে জোনাকের কোল খালি

Monday, February 22, 2016

আমার ডান পা আর বা পায়ের ঠিক সংযোগস্থলে,
জমি আছে, উর্বর বিস্তৃত জমি..
আমি রোজ দেখি শয়ে শয়ে বিদেশী চোখ
খুঁটি পোঁতার অদম্য লালসা তাদের দৃষ্টিতে..
এসব পুংদন্ডের জারজ সন্তান
জমিক্ষিদে নিয়ে তেড়ে তেড়ে আসে..
আমি যদি ওদের শরীরে ঘৃণার ফলা দিয়ে
দেশভাগ করে দিই..
ধর্ষকের ধর্ষকামের দেশভাগ?
আমায় কি বলবে? দেশদ্রোহি বলবে?
বিকৃতির কোনো দেশ নেই..নরক আছে শুধু..
নরকদ্রোহীতা ইশ্বর ক্ষমা করেন..
এখানে কেউ ক্ষমা বোঝেনা..
সংঘাত বোঝে শুধু..
শূন্য থেকে মহাশূন্যের পথ বড় মসৃন..পথে কোনো ব্যাথা নেই..মাটি বড় নির্বাক সখাহীন..বুকে কোনো কথা নেই..
ওরা সব দেশদ্রোহীতার কথা বলে..
আমি আমার দেশটুকু জানি..
দ্রোহ জানিনা,ক্লেশ জানিনা..
আমার বাড়ি আমার দেশ,
রোজ বাথরুমে পাঁচমিনিট বেশী কাটানো নিয়ে
আমি গলা ফাটিয়ে ঝগড়া করি..
সেটাই কি দেশদ্রোহ!
আমার পড়াতে যাওয়ার ভীড় বাসটা
আমার দেশ..
আমি বসে থাকা আর দাঁড়িয়ে থাকা মানুষদের
দুটো আলাদা রাজ্য দেখতে পাই..
দাঁড়ানোবাসীরা সীটবাসিদের
জমিদখল করতে চায়..
ভালো জীবন, সুখের জীবন নিয়ে মারামারি,
আমিও সুযোগ মত পার্টি বদল করি..
দেশদ্রোহ করি?
আমার ভাষা আমার দেশ..
পেটের দায়ে রোজ দেশ থেকে সরে দাঁড়াই..
পেটের দাবী আন্তর্জাতিক..
জ্বলন্ত পেট দেশ বোঝেনা..
ভাত বোঝে শুধু..
দেশদ্রোহী হয়ে পড়ি...
বুকের গভীরে দেশ কাঁদে...
আমার ভালোবাসা আমার দেশ..
ভালোবাসা লিঙ্গ বর্ণ ধর্ম জ্ঞানহীন..
ওরা আইনি ধারার কথা বলে..
প্রেম অশিক্ষিত, বর্ণপরিচয়রোহিত..
তাকে কেউ কোনো স্কুলে
সংবিধান পড়তে পাঠায়নি কখনো..
সে বিদ্ৰোহ করে প্রিয় স্পৰ্শের তরে..
এতসব সত্বেও আমার মা আমায়
ঠিক বুকে টেনে নেয়..
আমার মা আমার দেশ...
তার জড়ায়ু আমার জন্মভূমি..
মায়ের সাথে অভিমান হয়, দ্রোহ হয়না..
তোমরা বরং অন্য কিছু বলো..
বলো রাষ্ট্রদোহী বলো..সত্য কথা বলো
রাষ্ট্রদোহীতার কথা বলো...
দেশদ্রোহ বলে কিছু হয়না..
মাতৃদ্রোহ বলে কিছু নেই..
ওরা সব অলীক কথা বলে..
অন্ত্যমিলের পাড়ে তোমায় দেখতে আসি... যেখানে দাঁড়িয়ে মহাকাল... পাশাপাশি দাঁড়িয়ে তোমার কালজয়ী হাসি ..

Saturday, February 20, 2016

যা কিছু নেই

রাতজাগা অসুখ,
এখন কোনো স্তব্ধতা নেই..
পাহাড় জেগে আছে..
বুকে কোনো অসাড়তা নেই...

রজঃস্বলা নদী,
নদীগর্ভে শীথিলতা নেই..
রেতঃস্রোত আছে,
স্রোতে কোনো মাদকতা নেই..

রাতজাগা মেঘ,
সুখী কোনো পেলবতা নেই..
ঘুমযোনী আছে,
ঘুমে কোনো নীরবতা নেই..

Sunday, February 7, 2016

Dhumpan bishoyok

Jolonto cigerett amar prothom premika.
tar shorir jure aagun..
shei aagune ami jounogondi thont rakhi..
protiti shukhtaan shongomer cheyeo priyo
protita sporsho prothom chumur cheyeo garo
amar koishorke shei to ene diyechilo prothom pourush..
shob premer prithibitei to nishchit mrityu faand pata..
Sheshob prem to bari banay,
kobitay, cinemay,
kaaljoyi boi er patay..
tor r amar mritodeho akshathe pure jaak ak e aagune..
dujonei nithor, dujonei shada,
dujoneri sheshe chai..
shorgo tola thak purono chaidaane..
Manob prem charte pari,
dhumroprem theke shore darate parina..

Sunday, January 24, 2016

It shrinks
It expands

Its tired. It wants to stop.

Tuesday, January 12, 2016

যাকে যতবার ভাঙা যায়
তাকে ততবার জোড়া যায় না...
প্ৰত্যেকটা ভাঙনের সাথে
তার আরো বেশী টুকরো ছড়িয়ে পরে...
প্ৰত্যেকটা টুকরো খুঁজে,কুড়িয়ে, যত্ন করে জোড়া সহজ নয়..
একটা টুকরো হারালেই আসে অসম্পুর্ণতা...
যত বেশীবার ভাঙবে টুকরোগুলো তত ছোটো তত দূরের হতে থাকবে..
সবকটা সবসময় খুঁজে পাবেনা
সবটুকু সবসময় জোড়া লাগাতে পারবেনা..
একটা সময় পরে জোড়া লাগানোর কাঠামোটাও গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে.
ভাঙন জোড়ানোর মত আঠা নেই..
ভাঙন থেকে বেড়িয়ে আসা ভালো
তোর গা থেকে আমি এখন শুধুই নির্লিপ্ততার গন্ধ পাই..
গন্ধ একটা ছিল বরাবরই...
দারুচিনির গন্ধ, জলের গন্ধ, আকাশের গন্ধ..
তোর গায়ে নাক ডুবিয়েই তো বুঝেছি....
কখন বৃষ্টি আসে, কখন আগুণ জ্বলে, কখন তারা ফোটে...
ঘুমের গন্ধ, হাসির গন্ধ, ঝরের গন্ধ..
আলোর গন্ধ, মেঘের গন্ধ, নদীর গন্ধ..
আমার পৃথিবী দেখা..
পৃথিবীর গন্ধ মাখতে মাখতে ডুবে গেছি দিগন্ত রঙে...
তুই কখনো দেখেছিস?
দুআঙুলের মধ্যে সামলে ধরা আনত কোনো মুখের রঙ?
তিরতিরে নদীর মতন কাঁপা কোনো চোখ বুজে থাকা ঠোঁটের রঙ?
দেখতে দেখতে আলোর মত ছড়িয়ে পরেছিস পৃথিবীতে?

তোর সমস্ত তেল রঙের রামধনুতে
আমি এখন সাদা কালোর গন্ধ পাই..
বিসৰ্জনের গন্ধ, দূরত্বের গন্ধ, ফুরিয়ে যাওয়ার গন্ধ..
মন কেমনের ফোন,
কিছু চাসনা আমার কাছে..
মন কেমনের ফোন,
অনেক অপেক্ষা পরে আছে..

কবিতা তো জানে আলো
মুখ তুলে দেখে হাওয়া...
কাগজেরও সাদা ভালো
শুধু দাগ রেখে চলে যাওয়া..

মন খারাপের ফোন,
তুই ডাকে রাখলিনা নাম..
মন কেমনের ফোন,
আমি অপেক্ষা নেভালাম..

Saturday, January 2, 2016

Wear n tear, and everything near

A new dawn is upon me. I welcome thee oh new year, but conditions apply. I welcome you if only u be rewarding, unlike last year.
Grown a beet older i have i guess. So, some lessons well learned as enlisted below:
1. Dont trust people. Keep a dog instead. Dogs are loveliest. Love them not people.
2. Stop explaining yourself. You are an independent person. You owe an explanation to no one.Besides people are deaf about things that do not comfort them. Truth is not comforting for people.
3. Keep distance. Yes. Thats right. You've been enough blamed for when you only tried to help. So let others deal with their life n you deal with yours. Stay at bay. That way no one reaches you, no one hurts you.
4. Do not expect anyone to understand you. Yep. No one. Cause no one ever did, n no one will. No one can be that rational.
5. Do not fight. Its not worth always. Just block anyone or everyone who is trying to hurt you. Wherever you smell the stench just turn you back on it. Pretend no one exists.
6. Dont feel guilty for things you have not done. You cant please everyone, so dont even try it. Please yourself if you can.
7. When others are judging you and putting the blame on you instead, turn your back on them. It only shows their double standards. You are no social worker. No need of educating them. Just be deaf. Do something meaningful instead. Watch cartoons.
8. Dont try to fix situations, people, relations or anything else that has been broken. Its not your job. You dont get paid for it. Nobody hired you for fixing up the world.
9. Love, friendship, trust, relations all are overrated. Nothing in this world in unconditional. Not even you. Not even god. Do not trust words. They decieve. Big time.

and most importantly,
10. Expect less from yourself and nothing from others. It will give you peace. Build your walls with fire, live in exile, or in humanity. Society n social shit is not for you. Be nice, be good but dont waste time to prove it. You dont need love and respect from everyone. Kittu alone is enough for this whole world. Till he loves you true and your students remember your words fuck the rest of the world. Others can do whatever suits them.

Days of talking to myself feels nice, warm n soothing. Lost so much but not exactly that much. All that i loat was a lie anyhow.
I need to find my happiness and my peace within me. It wont be found anywhere else. I know it wont hurt me anymore. I'v outgrown it.
Yes. Thats me.