সমাপ্তির এই বধ্যভূমিতে,
মুখোমুখি দাঁড়াবার পথ নেই বাকি।
এখানে এসে দাঁড়াও পথিক,
দেখো নিস্তব্ধ এই পাষানমাটি।
এখানে ছড়ানো শুধু
কাটাকুটি শব্দের অবারিত লাশ।
কুড়িয়ে নাও কবিতার ধ্বংসাবশেষ।
মানুষের চেয়েও সস্তা যা কিছু,
তাকেই প্রতিশ্রুতি জেনো।
ঠোঁট রাখো শবদেহের বুকে,
শুষে নাও অস্তমিত হৃদস্পন্দন।
এখন অার খিদে নেই,
তৃষ্ণা নেই, কাম নেই, মোহ নেই।
অনন্তের এই বধ্যভূমিতে
তাকিয়ে দেখো পথিক
দিকে দিকে উদীয়মান সূর্যতাপ
এখানে শুদ্ধ হওয়ার ব্রতে
জ্বলছে নারীত্বের সব অভিশাপ।
মুখোমুখি দাঁড়াবার পথ নেই বাকি।
এখানে এসে দাঁড়াও পথিক,
দেখো নিস্তব্ধ এই পাষানমাটি।
এখানে ছড়ানো শুধু
কাটাকুটি শব্দের অবারিত লাশ।
কুড়িয়ে নাও কবিতার ধ্বংসাবশেষ।
মানুষের চেয়েও সস্তা যা কিছু,
তাকেই প্রতিশ্রুতি জেনো।
ঠোঁট রাখো শবদেহের বুকে,
শুষে নাও অস্তমিত হৃদস্পন্দন।
এখন অার খিদে নেই,
তৃষ্ণা নেই, কাম নেই, মোহ নেই।
অনন্তের এই বধ্যভূমিতে
তাকিয়ে দেখো পথিক
দিকে দিকে উদীয়মান সূর্যতাপ
এখানে শুদ্ধ হওয়ার ব্রতে
জ্বলছে নারীত্বের সব অভিশাপ।
No comments:
Post a Comment