এভাবেই নেমে এস মদ্যপ রাত,
এভাবেই খুলে রাখো অলিন্দ
রঙহীন বালিশের পাশে।
রক্তিম অাবেশ মেখে
হুঁশহীন হওয়াও কঠিন।
তোমায় জড়াবো বলে
খুলে ফেলি দ্বিধাহীন
বিষাদের অাঁচল,
নিষাদের গোপনতর বেশ।
কিছু কিছু সঙ্গম
সুরাপায়ী শব্দের মতো,
ইন্দ্রিয়প্রবণ নেশাতুর মৃত্যুহীন।
এভাবেই বৃষ্টি কুড়িয়ে নিয়ে যাক
অধরা সব চুম্বনের স্মৃতি।
ওষ্ঠ অধরের নিথর শবদেহ
অাগুন পায় পশ্চিম অাকাশে,
অস্তগামী সূর্য্যের কাছে।
এভাবেই নেমে এস মদির রাত।
এভাবেই খুলে রাখো অলিন্দ
রঙহীন বালিশের পাশে।
রক্তিম অাবেশ মেখে
হুঁশহীন হওয়াও কঠিন।
তোমায় জড়াবো বলে
খুলে ফেলি দ্বিধাহীন
বিষাদের অাঁচল,
নিষাদের গোপনতর বেশ।
কিছু কিছু সঙ্গম
সুরাপায়ী শব্দের মতো,
ইন্দ্রিয়প্রবণ নেশাতুর মৃত্যুহীন।
এভাবেই বৃষ্টি কুড়িয়ে নিয়ে যাক
অধরা সব চুম্বনের স্মৃতি।
ওষ্ঠ অধরের নিথর শবদেহ
অাগুন পায় পশ্চিম অাকাশে,
অস্তগামী সূর্য্যের কাছে।
এভাবেই নেমে এস মদির রাত।
No comments:
Post a Comment