Wednesday, December 16, 2015

তুমি তো আর শেখালেনা...
সাদার গায়ে রঙিন আঁচর কেটে,
কেমন ছবি জ্যীন্ত হয়ে ওঠে...

তুমি তো আর শেখালেনা...
গা ঘেঁষে বসা ফিসফিস স্তব্ধতা,
কোন মৃদুতালে আপনি হয় কবিতা..

তুমি তো আর শেখালেনা...
মুহূৰ্তগুলো ফ্ৰেমবন্দী করে,
সময়ও বেঁধে রাখা যায় হিমঘরে...

তুমি কিছুই শেখালেনা...

আদুল হাসি, হাঁসুলি আদর,
কাঁচামিঠে ঘুম, নিঝুম চাদর,
বোবা হাসি, ভেজা কান্না...
কিচ্ছুটি না...

আমি তবুও তো শিখলাম,

পিছুটানে সুর বাঁধলাম,
রোদ পোহানো যে ডাকনাম,
তোমার বেতার খামে রাখলাম..
আমি ভালোবাসাবাসি শিখলাম...
দাবানলের মতন ছড়িয়ে দেব
ভালোবাসার বীজ, মাটির শিয়রে
দেখব কেমন করে
একটি একটি করে অঙ্কুরিত গাছ
প্রেম হয়ে অরণ্যে বেড়ে উঠছে..

প্রেমের চোখে, সোজা চোখ রেখে
বলতে পারী,"আমরা নারী"...

যে আগুণ সর্বনাশা,
সেই আগুণই শুদ্ধ করে,
যখন আত্ম ভুলে স্পৰ্শ করে,
সর্বনাশা ভালোবাসাও,
সেই প্রেমেই তো মুক্তি মেলে,
যখন কানায় কানায় ভরিয়ে তোলে..

অস্ত্রে অস্ত্রে কেটে ফেলো যোনীদেশ,
পুড়িয়ে ফেলো,
ছিঁটেফোটাও রেখোনা অবশেষ..

হত্যাপ্রলয় শেষে ছড়িয়ে দেব মানবতার হাড়, ভূমিসূতার বুকে..
দেখো তাকে ঘিরে
গাছগুলো সব প্রহরি হয়ে
বাঁচিয়ে রাখছে জীবনের বীজ.

Saturday, December 12, 2015

Come back

Its been a long time, two years and a half since my eyes have met yours, since my fingers have touched your smile. So much time have passed since we've sat down face to face, looking at eachother, and shared a smoke over a conversation.
There has not been a single day i have not thought of you, not checked your status, or not read your blog page, and have not missed you.
Finally my wait is over. You are coming to your home, where you belong. To the city that always has a place for you, and enough love.
You are a far away man now, more independent and more of a loner since you left. Your coming back with a thicker shield. My prince from a far far away land, a land across the thirteen rivers and seven seas, you are coming back to your roots.
I know you wont be staying for long. By the time you come may be ill be in bangalore. What to do! Life is such. Always driving us away, apart. And im fine with living at a distance, i feel unnerved when we come closer. Everything becomes foggy and i cant see u then.
I just wish one thing, just one. I want to hug you as long as i can before we part. Just that much. I hope to see u once again.

Thursday, December 10, 2015

"আমাকে একটা কবিতা দাও কবি."
কামুকের মতো জাগছে আমার শব্দকাম,
আমাদের মাঝে যেটুকু আছে আকুতি,
যেটুকু গন্ধ, যেটুকু স্বপ্ন,
যেটুকু ছোঁয়া, যেটুকু অনুভূতি,
সবটুকু মেখে তুমি বসো তোমার সঙ্গমস্থানে,
জনকের আদরে ফুটিয়ে তোলো বীজ,
আমায় তোমার কবিতাগর্ভ দাও...
আমি খুঁজছি সেই কবিতাকে,
শেষ হয়েও রয়ে গেল যে শব্দকামের  কাছে..
খুন হলো যে লোলুপ মধ্যরাতে,
বাঙ্ময় শব উষ্ণ, নহন্যতে...
সেই কবিতা যে জানে,
 অলীক ব্রম্হান্ড পানে,
তুমি ডুবে গেছ শীতঘুমে,
পশ্চিম আকাশে তন্দ্রাতুর নিয়মে...
কবিতা জানে তোমারও শব্দ আছে, বিভূতি আলোর কাছে...
কবিতা জানে গোপন সংবেদন,
 নিষ্কাম প্রেম, প্রেমহীন সংযম,
যে কবিতা নারীর গর্ভে জাগে,
আমি খুঁজছি শুধু সেই কবিতাকে...

আমি খুঁজছি সেই কবিতাকে,
কলঙ্কিনীর দোসর ভাবো যাকে.
অভিসারিকার বিরহী পথযাপন ,
"সঙ্গী আসবে, সঙ্গী আসবে" মন,
একাই কাঁদে একাই হাসে,
একাই ডোবে, একাই ভাসে,
কবিতা দাঁড়িয়ে  পাশে...
হোক বিদেহী শব্দগুচ্ছ, তবু তো নির্ভরতা,
চাইনা পুরুষ, প্ৰকৃতিও না, আঁকড়ে ধরি কবিতা...

পুরুষ তো নয়,থুঁজছি তো কবিতাকে,
আবেগ মেহনে শরীর দিলে যাকে..
জন্ম হয়নি যার,
যে কবিতা অগ্নিকন্যার,
তাকায় সোজা ফুলকি আঁকা চোখে,
বৃন্ত, নাভি, বোঝাই বিষ্ফোরোকে,
প্রেম নয় প্রিয় কবি,
আমি খুঁজছি সে কবিতাকে..