Tuesday, April 28, 2015

মাঝরাতে…

বিক্ষিপ্ত মনকে শান্ত করার উপায় আমার জানা নেই. ঘুমটা ভাঙল এক দুঃস্বপ্নের রেশ চোখে মেখে. পাশে শোয়া ছিল যে জন সে আপন আত্মমগ্নতায় টের পেল না আমার হঠকারিতার কারণ. সে একে রাগ, অভিমান বা আর যাবতীয় কিছু অদরকারি আবেগ বলে ঠাওর করল এবং নিজের স্থিতাবস্থায় মন দিলো. বিশেষ কাছের মানুষ পাশে থাকলেও যে এতটা নিঃসঙ্গ লাগতে পারে তা আজই টের পেলাম. কাউকে দোষী করে কাজ নেই.চেয়ে নিলে হত হয়ত বা. কিন্তু জীবনে যা কিছুকে আমি আমার সহজ ও স্বাভাবিক  পাওনা বলে জানি তা ভিক্ষুর মতন চাইতে আমার যে শুধু লজ্জা করে তাইই নয়, তার সাথে আমার প্রবল ঘেন্নাও ধরে, নিজের উপর, সম্পৰ্কের মেকী রূপের উপর. আমার মন তখন অসম এক বিদ্রোহ শুরু করে.

যে শয্যা অনায়াসে অভিসারিকার পুষ্পশয্যা হতে পারত তাতে যদি অনাদরের কাঁটা বিঁধে থাকে তখন ঘুম তো বহুদূর, তাতে গা ঠেকানোও মুশকিল হয়ে পরে. এতবছর পরেও কেউ তোমার  মন না বুঝলে তোমার মনটা বেশী জটিল না সেই ব্যক্তি বেশী নির্বোধ এই তর্কের চেয়ে বরো হয়ে ওঠে এক নির্লিপ্ত বিষন্নতা. প্রকৃত নিদ্রামগ্ন যে জন, তার নিদ্রাভঙ্গ করার স্পৃহা রাখিনা. পাশ থেকে উঠে যেতে ইচ্ছে করে, জোর করে গায়ে এসে পরা এমন একাকিত্বকে ত্যাগ করে স্বতন্ত্ৰ হতে ইচ্ছে করে, স্থানাভাবে করা হয়না কোনোটাই. শুধু কাঁটার খোঁচা খেতে থাকি বসে বসে.. ক্ষতগুলি আপনি রক্তাক্ত হতে থাকে, উপশমের উপায় থাকেনা, আর ঘুমও আসেনা..কবিগুরুকে আঁকরে ধরে থাকি, প্রার্থনা করি সহ্যশক্তি লাভের, বেদনালাঘবকারী ঘুমের. কোনোটাই ওপরমহলের মন্জুরী পায়না. আমি দহনের ঠিক মাঝখানে বসে রাত্রিযাপন করি. আমি ভিক্ষাবৃত্তি জানিনা. তার দাম দিতে জানি.
সে খুব ন্যায্যমূল্য নয়. সেসবত কাহিনী সুখের নয়... 

Wednesday, April 15, 2015

Images & Reflection

Dear,
Buy me a mirror, but it must be a special one. where i can see only one reflection and only one silhouette. Buy me a mirror where only the true heart would reflect, not mere images but the emotions. I wish to see beyond what eyes could see, i wish to dream beyond what mind can dream. I explore to find myself, i travel just to come back home, i split to recollect, i separate to reunite. Is there any mirror to show all of these? Build me one then love. That would be the dream gift, the most precious one.
I'v foreseen light in you, i'v foreseen greatness in you long long back. That time life use to be a lot simpler. I still wish i could be that girl again. I miss that simplicity. I miss being me. Is there a mirror that can reflect me back? That foresight has no imagery apart from you.

You are my sun, and your window is the east.
Let there be light in me. Lett me become your image.
Take me to your mirror. Let me be the reflection that the world looks upon.
Let there be us. I'm THAT mirror.
Look at me, look in me.
Riverine...

Monday, April 13, 2015

চিঠি

প্রিয়
তোকে রোজ চিঠি লিখি. পরার সময় তোর হয়না হয়ত, হয়ত বা ইচ্ছে হয়না কখনো. সময় ফুরিয়ে আসছে. দিন.কমে যাচ্ছে. কথা কমতে কমতে নির্বাক হয়ে আসছে, দেখা হওয়ার দিনগুলো অদেখা হতে হতে হতাশ হয়ে হারিয়ে যাচ্ছে ক্রমে. একটা সময় ছিল আমায় না দেখে একটা গোটা দিন কাটাতে পারতিসনা তুই. রোজ বায়না করতিস বুকে মুখ গোঁজা আবদারি প্রেমের, বায়না করে থেকেছি কত রাত আমিও, সেসব.রাতের শেষে কিজানি এক যাদুমন্ত্রে বৃষ্টি নামত ঠিক. কেবলই তুই আর আমি দেখেছি সেই বৃষ্টি একে অপরের চোখে..আদুরে সেসব দিনগুলোকে আমরা এখন ইতিহাসের পাতার ফাঁকে গুঁজে রাখি.
জমি ছারতে ছারতে দুজনে প্রায় সমান্তরালে এসে দাঁরিয়েছি. তুই বলছিস মাথা তুলে ভালোভাবে দাঁরাতে তোর আরো জমি প্রোয়োজন.
দূরত্ব আরোই বারবে তবে,সময়ের সাথে ফাটলের মত. আমি কিন্তু চিঠি লিখেই যাব. রোজকার মত.
ভাবব একদিন তুই পরবি. একদিন আবার তোর কাছে আবদার করা যাবে. একদিন তোর সবগুলো না হ্যাঁ হয়ে যাবে.

Sunday, April 12, 2015

কবিগুরু..

 চীরসখা হে, ছেরোনা, ছেরোনা মোরে...
সংসার গহনে...
নির্ভয়, নির্ভর, নির্জন, স্বজনে...
চীরসখা হে....ছেরোনা...

Friday, April 3, 2015

কবিকে নদীর চিঠিখানি

প্রিয়,
ডাক এসেছে, চলে যেতে হবে. মন খারাপের পালা শুরু হল এই.সব মন খারাপের শুরুটা এমনি কিছু নীরবতা থেকে হয় প্রতিবার.
কিছু মানুষ আমার মতন হয়, ছাপোষা, সাধারণ, কমদামি..কিছু মানুষ তোর মতন হয়, বৃহত্তর পৃথিবীর নাগরিক, বিশ্ব পথের পথিক, আবার পথিকৃতও বটে.
জানি তুই মনে মনে কষ্ট পেয়েছিস. কিন্তু সোনা ঘুরি যখন মাঝ আকাশে ওরে তখন লাটাই এর সব সুতো ছেরে দিতে হয়, এটুকু আমি বুঝি.

স্বৰ্গলাভ সবার জন্নে নয় প্রিয়, বিশেষ করে ডানা যখন একজোরাই. দুজনের ভার বওয়া অসম্ভব. যার যোগ্যতা বেশী তাকে না বেঁধে রেখে এগিয়ে যেতে দিলে তবেই তো প্রেমের স্বাৰ্থকতা. আমি যে তোকে বড্ড ভালোবাসি.

তোর্সা.