প্রিয়,
ডাক এসেছে, চলে যেতে হবে. মন খারাপের পালা শুরু হল এই.সব মন খারাপের শুরুটা এমনি কিছু নীরবতা থেকে হয় প্রতিবার.
কিছু মানুষ আমার মতন হয়, ছাপোষা, সাধারণ, কমদামি..কিছু মানুষ তোর মতন হয়, বৃহত্তর পৃথিবীর নাগরিক, বিশ্ব পথের পথিক, আবার পথিকৃতও বটে.
জানি তুই মনে মনে কষ্ট পেয়েছিস. কিন্তু সোনা ঘুরি যখন মাঝ আকাশে ওরে তখন লাটাই এর সব সুতো ছেরে দিতে হয়, এটুকু আমি বুঝি.
স্বৰ্গলাভ সবার জন্নে নয় প্রিয়, বিশেষ করে ডানা যখন একজোরাই. দুজনের ভার বওয়া অসম্ভব. যার যোগ্যতা বেশী তাকে না বেঁধে রেখে এগিয়ে যেতে দিলে তবেই তো প্রেমের স্বাৰ্থকতা. আমি যে তোকে বড্ড ভালোবাসি.
তোর্সা.
ডাক এসেছে, চলে যেতে হবে. মন খারাপের পালা শুরু হল এই.সব মন খারাপের শুরুটা এমনি কিছু নীরবতা থেকে হয় প্রতিবার.
কিছু মানুষ আমার মতন হয়, ছাপোষা, সাধারণ, কমদামি..কিছু মানুষ তোর মতন হয়, বৃহত্তর পৃথিবীর নাগরিক, বিশ্ব পথের পথিক, আবার পথিকৃতও বটে.
জানি তুই মনে মনে কষ্ট পেয়েছিস. কিন্তু সোনা ঘুরি যখন মাঝ আকাশে ওরে তখন লাটাই এর সব সুতো ছেরে দিতে হয়, এটুকু আমি বুঝি.
স্বৰ্গলাভ সবার জন্নে নয় প্রিয়, বিশেষ করে ডানা যখন একজোরাই. দুজনের ভার বওয়া অসম্ভব. যার যোগ্যতা বেশী তাকে না বেঁধে রেখে এগিয়ে যেতে দিলে তবেই তো প্রেমের স্বাৰ্থকতা. আমি যে তোকে বড্ড ভালোবাসি.
তোর্সা.
No comments:
Post a Comment