মায়াবন বিহারীণী হরিনি,
গহন স্বপন সঞ্চারিণী,
মিছে তোরে ধরিবারে করি পণ,
অকারণ,
মায়াবন বিহারীণী..
রবিঠাকুরকে,
কবিগুরু, কেবল তুমি বোঝো,
আর কাউকে বোঝাতে আমি পারিনা.
আমি খুউব খুউব সাধারন, তোমার বৌঠানের চেয়ে অনেক অনেক বেশী. আমি বোকা নই ঠাকুর, আমার বোধ আছে. তুমিই সেই বোধ বুনে দিয়েছ মনে, সেই কোন ছোটো বয়সে. কেউ আমায় মিথ্যে ভোলালে আমি টের পাই. আমার মনের হাজারটা টুকরো হয়ে যায়. কশ্ট আছে ঠাকুর. প্রকাশ নেই. তুমি একবারটি এসো ঠাকুর, মেয়েবেলাটির মতন, তুমিও জানো তোমায় ছারা আমি বাঁচবনা. আমায় তুমি মুক্তি দাও এসে. এসো একটিবার.
মেঘবালিকা.
No comments:
Post a Comment