Monday, April 13, 2015

চিঠি

প্রিয়
তোকে রোজ চিঠি লিখি. পরার সময় তোর হয়না হয়ত, হয়ত বা ইচ্ছে হয়না কখনো. সময় ফুরিয়ে আসছে. দিন.কমে যাচ্ছে. কথা কমতে কমতে নির্বাক হয়ে আসছে, দেখা হওয়ার দিনগুলো অদেখা হতে হতে হতাশ হয়ে হারিয়ে যাচ্ছে ক্রমে. একটা সময় ছিল আমায় না দেখে একটা গোটা দিন কাটাতে পারতিসনা তুই. রোজ বায়না করতিস বুকে মুখ গোঁজা আবদারি প্রেমের, বায়না করে থেকেছি কত রাত আমিও, সেসব.রাতের শেষে কিজানি এক যাদুমন্ত্রে বৃষ্টি নামত ঠিক. কেবলই তুই আর আমি দেখেছি সেই বৃষ্টি একে অপরের চোখে..আদুরে সেসব দিনগুলোকে আমরা এখন ইতিহাসের পাতার ফাঁকে গুঁজে রাখি.
জমি ছারতে ছারতে দুজনে প্রায় সমান্তরালে এসে দাঁরিয়েছি. তুই বলছিস মাথা তুলে ভালোভাবে দাঁরাতে তোর আরো জমি প্রোয়োজন.
দূরত্ব আরোই বারবে তবে,সময়ের সাথে ফাটলের মত. আমি কিন্তু চিঠি লিখেই যাব. রোজকার মত.
ভাবব একদিন তুই পরবি. একদিন আবার তোর কাছে আবদার করা যাবে. একদিন তোর সবগুলো না হ্যাঁ হয়ে যাবে.

No comments:

Post a Comment