Thursday, December 10, 2015

"আমাকে একটা কবিতা দাও কবি."
কামুকের মতো জাগছে আমার শব্দকাম,
আমাদের মাঝে যেটুকু আছে আকুতি,
যেটুকু গন্ধ, যেটুকু স্বপ্ন,
যেটুকু ছোঁয়া, যেটুকু অনুভূতি,
সবটুকু মেখে তুমি বসো তোমার সঙ্গমস্থানে,
জনকের আদরে ফুটিয়ে তোলো বীজ,
আমায় তোমার কবিতাগর্ভ দাও...

No comments:

Post a Comment