আমি খুঁজছি সেই কবিতাকে,
শেষ হয়েও রয়ে গেল যে শব্দকামের কাছে..
খুন হলো যে লোলুপ মধ্যরাতে,
বাঙ্ময় শব উষ্ণ, নহন্যতে...
সেই কবিতা যে জানে,
অলীক ব্রম্হান্ড পানে,
তুমি ডুবে গেছ শীতঘুমে,
পশ্চিম আকাশে তন্দ্রাতুর নিয়মে...
কবিতা জানে তোমারও শব্দ আছে, বিভূতি আলোর কাছে...
কবিতা জানে গোপন সংবেদন,
নিষ্কাম প্রেম, প্রেমহীন সংযম,
যে কবিতা নারীর গর্ভে জাগে,
আমি খুঁজছি শুধু সেই কবিতাকে...
আমি খুঁজছি সেই কবিতাকে,
কলঙ্কিনীর দোসর ভাবো যাকে.
অভিসারিকার বিরহী পথযাপন ,
"সঙ্গী আসবে, সঙ্গী আসবে" মন,
একাই কাঁদে একাই হাসে,
একাই ডোবে, একাই ভাসে,
কবিতা দাঁড়িয়ে পাশে...
হোক বিদেহী শব্দগুচ্ছ, তবু তো নির্ভরতা,
চাইনা পুরুষ, প্ৰকৃতিও না, আঁকড়ে ধরি কবিতা...
পুরুষ তো নয়,থুঁজছি তো কবিতাকে,
আবেগ মেহনে শরীর দিলে যাকে..
জন্ম হয়নি যার,
যে কবিতা অগ্নিকন্যার,
তাকায় সোজা ফুলকি আঁকা চোখে,
বৃন্ত, নাভি, বোঝাই বিষ্ফোরোকে,
প্রেম নয় প্রিয় কবি,
আমি খুঁজছি সে কবিতাকে..
শেষ হয়েও রয়ে গেল যে শব্দকামের কাছে..
খুন হলো যে লোলুপ মধ্যরাতে,
বাঙ্ময় শব উষ্ণ, নহন্যতে...
সেই কবিতা যে জানে,
অলীক ব্রম্হান্ড পানে,
তুমি ডুবে গেছ শীতঘুমে,
পশ্চিম আকাশে তন্দ্রাতুর নিয়মে...
কবিতা জানে তোমারও শব্দ আছে, বিভূতি আলোর কাছে...
কবিতা জানে গোপন সংবেদন,
নিষ্কাম প্রেম, প্রেমহীন সংযম,
যে কবিতা নারীর গর্ভে জাগে,
আমি খুঁজছি শুধু সেই কবিতাকে...
আমি খুঁজছি সেই কবিতাকে,
কলঙ্কিনীর দোসর ভাবো যাকে.
অভিসারিকার বিরহী পথযাপন ,
"সঙ্গী আসবে, সঙ্গী আসবে" মন,
একাই কাঁদে একাই হাসে,
একাই ডোবে, একাই ভাসে,
কবিতা দাঁড়িয়ে পাশে...
হোক বিদেহী শব্দগুচ্ছ, তবু তো নির্ভরতা,
চাইনা পুরুষ, প্ৰকৃতিও না, আঁকড়ে ধরি কবিতা...
পুরুষ তো নয়,থুঁজছি তো কবিতাকে,
আবেগ মেহনে শরীর দিলে যাকে..
জন্ম হয়নি যার,
যে কবিতা অগ্নিকন্যার,
তাকায় সোজা ফুলকি আঁকা চোখে,
বৃন্ত, নাভি, বোঝাই বিষ্ফোরোকে,
প্রেম নয় প্রিয় কবি,
আমি খুঁজছি সে কবিতাকে..
No comments:
Post a Comment