Wednesday, December 16, 2015

দাবানলের মতন ছড়িয়ে দেব
ভালোবাসার বীজ, মাটির শিয়রে
দেখব কেমন করে
একটি একটি করে অঙ্কুরিত গাছ
প্রেম হয়ে অরণ্যে বেড়ে উঠছে..

প্রেমের চোখে, সোজা চোখ রেখে
বলতে পারী,"আমরা নারী"...

যে আগুণ সর্বনাশা,
সেই আগুণই শুদ্ধ করে,
যখন আত্ম ভুলে স্পৰ্শ করে,
সর্বনাশা ভালোবাসাও,
সেই প্রেমেই তো মুক্তি মেলে,
যখন কানায় কানায় ভরিয়ে তোলে..

অস্ত্রে অস্ত্রে কেটে ফেলো যোনীদেশ,
পুড়িয়ে ফেলো,
ছিঁটেফোটাও রেখোনা অবশেষ..

হত্যাপ্রলয় শেষে ছড়িয়ে দেব মানবতার হাড়, ভূমিসূতার বুকে..
দেখো তাকে ঘিরে
গাছগুলো সব প্রহরি হয়ে
বাঁচিয়ে রাখছে জীবনের বীজ.

No comments:

Post a Comment