Tuesday, July 19, 2016

শেষ অাদরের রঙ ফিকে হয়ে অাসে,
যেমন করে সন্ধে নামে
কুমারী নদীর অাগলহীন বুকে।
সব দাগ ভুলে অরব হতে চায় পিছুটান।
ছায়াও মুছে ফেলে ললাটলিখন,
তারপর?
নদী অভিসারে অাসে শব্দহীন হয়ে
কবির কাছে শব্দঋণ নিয়ে,
বিবস্ত্র, লজ্জাহীনা, কাঙালীনি, রজঃস্বলা
অাদরহীন রক্ত হারায় পরিচিতি,
অাপামর জলস্রাবে।

একমাত্র অভিসারিকাই জানে,
অালিঙ্গনে অালিঙ্গনে
কবি ঢেলে দেয় অাদুরিলগ্নে
নদীগর্ভে অমর শব্দবীজ।

No comments:

Post a Comment