এখানে এখন থমকে অাছে মেঘ।
চোখের পাতায়,
যতটুকু নাব্যতা স্পর্শ করা যায়,
যতটুকু নাভিমূল পার হলে
যৌবন ফুটে ওঠে কৃষ্ণচূড়ায়,
এখানে সে শীতঘুমে থাকে।
বর্ষা এখানে নেহাত স্থবির।
এখানে কোনো দেহ নেই,
দেউলিয়া লাশ,
ফ্যাকাসে সাদা ঠোঁট
হাওয়ায় কাঁপে তিরতির,
গান ভাঙে বিবাগি নদীর।
এখানে থমকে গতিবেগ।
মেঘ তুমি ঘন হও,
গাঢ় হও,
প্রসববতী হও।
অাকাশের বুক চীরে
গর্জীয়ে ওঠো প্রসূত শিত্কারে।
এখানে জন্ম নিক,
তোমার অতলান্ত বর্ষণবীজ।
বজ্রগর্ভ পার করে,
সব কবি হোক বিপ্লবী।
চোখের পাতায়,
যতটুকু নাব্যতা স্পর্শ করা যায়,
যতটুকু নাভিমূল পার হলে
যৌবন ফুটে ওঠে কৃষ্ণচূড়ায়,
এখানে সে শীতঘুমে থাকে।
বর্ষা এখানে নেহাত স্থবির।
এখানে কোনো দেহ নেই,
দেউলিয়া লাশ,
ফ্যাকাসে সাদা ঠোঁট
হাওয়ায় কাঁপে তিরতির,
গান ভাঙে বিবাগি নদীর।
এখানে থমকে গতিবেগ।
মেঘ তুমি ঘন হও,
গাঢ় হও,
প্রসববতী হও।
অাকাশের বুক চীরে
গর্জীয়ে ওঠো প্রসূত শিত্কারে।
এখানে জন্ম নিক,
তোমার অতলান্ত বর্ষণবীজ।
বজ্রগর্ভ পার করে,
সব কবি হোক বিপ্লবী।
No comments:
Post a Comment