Friday, July 15, 2016

কারোর কারোর কাছে ফেলে অাসা যায়,
বেহিসাবি পাগলামি, মধ্যরাতের চাঁদ,
মৃদুমিহি বর্ষণ, অাদুরিয়া মেঘ, মোহনিয়া ঘুম।
ব্রম্হজ্ঞানী তোমাকে,
যুবতী কবিতা দিতে পারি,
অঘ্রানি শব্দের ওম দিতে পারি,
মৌন সাধনায় সঙ্গ করো যদি।
কারোর কারোর কাছে রেখে অাসা যায়,
মৌনমুখরতা, সহজীয়া নীরবতা,
মেয়েলি নিস্ছলতা,গাঢ় মরসুম।

No comments:

Post a Comment