Thursday, July 14, 2016

নিঃশব্দের এই উপত্যকায়
তাকিয়ে দেখো।
এখানে ভীড় নেই।
মেঘের অাড়াল সরালে
তুমি নিঃশ্বাসের গভীরতা দেখতে পাবে।
এখানে এখন ক্ষীদে নেই,
মৃতদেহের সংরক্ষণ অাছে।
অপলক তাকিয়ে দেখ,
তোমার চাহনিতে
বধ্যভূমিও সবুজ হয়ে ওঠে।
নিস্তব্ধের এই উপত্যকায়,
মৌনতা রঙ মেখে
তোমার অামি
ফিকে থেকে ফিকেতর হতে থাকে।
তুৃমি অাসবে
ঠোঁটের প্রান্তে প্রবাহমান চুম্বন
গাঢ় সঙ্গমের মতো মোহ
বাসা বাঁধবার মতো দৃঢ় কোনো শব্দ নিয়ে।
মিলন এখানে এখনো অপেক্ষায়,
মৌন কোনো কবিতা ভাসে,
বায়বীয় উপত্যকায়।

No comments:

Post a Comment