Saturday, July 16, 2016

নিজেকে গুটিয়ে ফেলেছি দেখ।
চামড়ার ভিতরে ক্লেদমাংসহীন,
অবিকল গুটিয়ে যাচ্ছে তৃষিত শব্দেরা।
এত তৃষা অাসে কোথা থেকে?
মদমত্ত প্রেম থেকে?
মরোণত্তর জমি থেকে?
গর্ভভেদী অাকুতি থেকে?
জানা নেই, জানা নেই,
প্রকাশ জানা নেই।
গুটিয়ে নিয়েছি তাই।
কোষে কোষে,
শিরায় শিরায়,
মেরুদণ্ডহীনতা,
ওত্ পেতে বসে থাকে,
শুধুই জড়ায়,
কামুক প্রেমিকের মতো।
জারিত হতে থাকি
হৃদযোনীরসে, মৌনতৃষায়,
অমানিশায়।
নিজেকে গুটিয়ে নিয়েছি দেখ
অবিনশ্বর, নিরুদ্ধ কুন্তলীতে।

No comments:

Post a Comment