মন খারাপের ঘর,
বলা কথার ফুরায় অবসর।
মাথার উপর মেঘ,
বৃথাই বারে মনের গতিবেগ।
অপ্রস্তুতির শেষে,
বৃষ্টি এসে ঠোঁটের পাড়ে মেশে।
একলা অালোয় খুঁজি,
এমনি করেই ভুলে যাওয়া যায় বুঝি!
বলা কথার ফুরায় অবসর।
মাথার উপর মেঘ,
বৃথাই বারে মনের গতিবেগ।
অপ্রস্তুতির শেষে,
বৃষ্টি এসে ঠোঁটের পাড়ে মেশে।
একলা অালোয় খুঁজি,
এমনি করেই ভুলে যাওয়া যায় বুঝি!
No comments:
Post a Comment