Tuesday, May 3, 2016

ঝড় ওঠে, ঝড় থেমে যায়
কবির খাতায়,
উড়ে অাসা কুটোর কবিতা
কবির মুগ্ধতা
নিয়ে তাকায় অালেয়ার দিকে।
ঝোড়ো রঙ ফিকে।
সুদূরের চোখ,
জড়িয়ে নেয় বর্ষার মোড়ক
চলকায়।
কালি জমে কবির খাতায়।
মোহজাগানিয়া,
জেগে উঠে বিদিশার স্পর্শতনয়া
চোখ রাখে ঠোঁটে,
অধর ফুরালে তার কাম জেগে ওঠে।
ঘুম নেই
নেই তৃষা, চুম্বন দিলে যেই
নীরবতালিপি,
শিলাবুকে পুঁতে দিল বীজ চুপিচুপি।
অতলের নামে
ঝড় ওঠে, ঝড় বয়, ঝড় থামে,
কবিদের খামে,
রেখে যায় বেনামী মেঘ গুটিসুটি,
বিষাদের চিঠি।

No comments:

Post a Comment