Monday, March 21, 2016

মধ্যরাতে বদল হয় ছবি
বাসন্তী অার অাসমানী,
ফিকে হওয়ার পায় চুরান্ত অাকাশ।
তুলি মুখে জমে থাকে
অাবীর ফাগের কূটো,
পলাশের মতো গাঢ় কোনো
শরীর অার ফাঁকা নেই।
হাওয়া শরীরেও রং লাগেনা,
বোলপুরি কোনো মিঠে শাড়ি
সুরের অভাবে কমে অাসে,
অাঁচলের স্মৃতিটুকু আবহমান
বয়ে চলে গাঙ্গেয় উপত্যকায়।
মনোক্রোম ক্যানভাস,
বহন করে ছবির সাদা লাশ।
সব হত্যাই মধ্যরাতের,
বসন্তের শবযাত্রায়,
নত মুখে হাঁটে গ্রীষ্মের শহর।
অসামঞ্জস্যের ঘর।

No comments:

Post a Comment