Friday, March 4, 2016

শব্দতৃষা নিয়ে
আমি  বসে থাকি,
মুহূৰ্তের কাছে..
যে মুহূর্তে কোনো ক্ষিদে নেই,
কোনো চাওয়া নেই, কোনো দাবী নেই..
কোনো ক্ষীণ শরীর নেই,
কোনো দ্ৰুত সঙ্গম নেই,
কোনো ব্যস্ত চুম্বন নেই..
যে মুহূৰ্তের
শুধু আকুতি আছে,
স্পৰ্শকাতর শব্দ আছে,
প্রকাশস্পৃহা আছে..
ব্রহ্মান্ডের  সেই সকল
মুহূর্তযোনির কাছে,
আমার অপার ঋণভার নিয়ে,
আমি বসে থাকি অবিচল..
এমন ঋণশোধকে
তুমি কবিতা বলে জেনো,
প্রেম বলে জেনো..

No comments:

Post a Comment