মৃত্যুর মিছিল জুড়ে হেঁটে চলে মোমবাতি।
শুয়ে থাকা গ্রীষ্মকালীন রাজপথ
মন দিয়ে শোনে নির্বিকার জড়তা।
মাথার উপরে ভ্রাম্যমান শিকারির ঠোঁট,
ছোঁ মেরে তুলে নেয় মুখে,
প্রসূতি মন্ড থেকে অজাত গর্ভের ভ্রূণ।
নির্বাচনী ছায়ামেঘে ঢাকা পড়ে সূর্যের মূখ,
এইবার শকুনের মোচ্ছব হবে।
ভাঙা অাড়ালের নীচে চাপা কান্না যত,
হাত বাড়ায়, ছোঁয়া পেয়ে হাত কাঁপে।
তিলোত্তমার বুকে ধ্বংসস্তুপ হাতড়ায় কাল।
মোমবাতিযাত্রায় শবদেহ বেড়ে চলে ক্রমে,
নিরবতা হাঁটে, জড়া হাঁটে, চেতনা হাঁটে,
ধর্মও হাঁটে শেষে মানুষের অভাবে।
মৃত শহরের বুকে বেদনা নেই, অাছে শান্তি,
যেমন থাকে গোরস্থানে, অথবা শ্মশানে।
শুয়ে থাকা গ্রীষ্মকালীন রাজপথ
মন দিয়ে শোনে নির্বিকার জড়তা।
মাথার উপরে ভ্রাম্যমান শিকারির ঠোঁট,
ছোঁ মেরে তুলে নেয় মুখে,
প্রসূতি মন্ড থেকে অজাত গর্ভের ভ্রূণ।
নির্বাচনী ছায়ামেঘে ঢাকা পড়ে সূর্যের মূখ,
এইবার শকুনের মোচ্ছব হবে।
ভাঙা অাড়ালের নীচে চাপা কান্না যত,
হাত বাড়ায়, ছোঁয়া পেয়ে হাত কাঁপে।
তিলোত্তমার বুকে ধ্বংসস্তুপ হাতড়ায় কাল।
মোমবাতিযাত্রায় শবদেহ বেড়ে চলে ক্রমে,
নিরবতা হাঁটে, জড়া হাঁটে, চেতনা হাঁটে,
ধর্মও হাঁটে শেষে মানুষের অভাবে।
মৃত শহরের বুকে বেদনা নেই, অাছে শান্তি,
যেমন থাকে গোরস্থানে, অথবা শ্মশানে।
No comments:
Post a Comment