Wednesday, March 2, 2016

ঘুম পেয়ে যায় পাহাড়ি নদীর,
সন্ধ্যা ফুরোয় অতর্কিতে..
বাঁশিরনেশা জাগল যদি,
কে ছুটে যায় তীরের দিকে?

"এই মেয়েটা খুঁজিস কাকে?"
অভিসারীর নাম ছিলনা..
যে দেহে শ্যাম, রাই সে দেহে,
দেহের কোনো নেই ঠিকানা..

চাঁদের গায়ে জলের ছায়া,
"জলেরও কি আরাম লাগে?"
বাদলা মাদল, মাতাল কায়া,
বাতাস রাঙায় প্রেমিক ফাগে..

নদীর কোনো ডাকনাম নেই,
বাঁশির সুরে কি নাম থাকে?
পাহাড়সূতা খোঁজে তাকেই,
সোহাগ বলে যেজন ডাকে..

No comments:

Post a Comment