Tuesday, January 12, 2016

তোর গা থেকে আমি এখন শুধুই নির্লিপ্ততার গন্ধ পাই..
গন্ধ একটা ছিল বরাবরই...
দারুচিনির গন্ধ, জলের গন্ধ, আকাশের গন্ধ..
তোর গায়ে নাক ডুবিয়েই তো বুঝেছি....
কখন বৃষ্টি আসে, কখন আগুণ জ্বলে, কখন তারা ফোটে...
ঘুমের গন্ধ, হাসির গন্ধ, ঝরের গন্ধ..
আলোর গন্ধ, মেঘের গন্ধ, নদীর গন্ধ..
আমার পৃথিবী দেখা..
পৃথিবীর গন্ধ মাখতে মাখতে ডুবে গেছি দিগন্ত রঙে...
তুই কখনো দেখেছিস?
দুআঙুলের মধ্যে সামলে ধরা আনত কোনো মুখের রঙ?
তিরতিরে নদীর মতন কাঁপা কোনো চোখ বুজে থাকা ঠোঁটের রঙ?
দেখতে দেখতে আলোর মত ছড়িয়ে পরেছিস পৃথিবীতে?

তোর সমস্ত তেল রঙের রামধনুতে
আমি এখন সাদা কালোর গন্ধ পাই..
বিসৰ্জনের গন্ধ, দূরত্বের গন্ধ, ফুরিয়ে যাওয়ার গন্ধ..

No comments:

Post a Comment