Tuesday, January 12, 2016

যাকে যতবার ভাঙা যায়
তাকে ততবার জোড়া যায় না...
প্ৰত্যেকটা ভাঙনের সাথে
তার আরো বেশী টুকরো ছড়িয়ে পরে...
প্ৰত্যেকটা টুকরো খুঁজে,কুড়িয়ে, যত্ন করে জোড়া সহজ নয়..
একটা টুকরো হারালেই আসে অসম্পুর্ণতা...
যত বেশীবার ভাঙবে টুকরোগুলো তত ছোটো তত দূরের হতে থাকবে..
সবকটা সবসময় খুঁজে পাবেনা
সবটুকু সবসময় জোড়া লাগাতে পারবেনা..
একটা সময় পরে জোড়া লাগানোর কাঠামোটাও গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে.
ভাঙন জোড়ানোর মত আঠা নেই..
ভাঙন থেকে বেড়িয়ে আসা ভালো

No comments:

Post a Comment