Saturday, February 20, 2016

যা কিছু নেই

রাতজাগা অসুখ,
এখন কোনো স্তব্ধতা নেই..
পাহাড় জেগে আছে..
বুকে কোনো অসাড়তা নেই...

রজঃস্বলা নদী,
নদীগর্ভে শীথিলতা নেই..
রেতঃস্রোত আছে,
স্রোতে কোনো মাদকতা নেই..

রাতজাগা মেঘ,
সুখী কোনো পেলবতা নেই..
ঘুমযোনী আছে,
ঘুমে কোনো নীরবতা নেই..

No comments:

Post a Comment