আমার ডান পা আর বা পায়ের ঠিক সংযোগস্থলে,
জমি আছে, উর্বর বিস্তৃত জমি..
আমি রোজ দেখি শয়ে শয়ে বিদেশী চোখ
খুঁটি পোঁতার অদম্য লালসা তাদের দৃষ্টিতে..
এসব পুংদন্ডের জারজ সন্তান
জমিক্ষিদে নিয়ে তেড়ে তেড়ে আসে..
আমি যদি ওদের শরীরে ঘৃণার ফলা দিয়ে
দেশভাগ করে দিই..
ধর্ষকের ধর্ষকামের দেশভাগ?
আমায় কি বলবে? দেশদ্রোহি বলবে?
বিকৃতির কোনো দেশ নেই..নরক আছে শুধু..
নরকদ্রোহীতা ইশ্বর ক্ষমা করেন..
এখানে কেউ ক্ষমা বোঝেনা..
সংঘাত বোঝে শুধু..
জমি আছে, উর্বর বিস্তৃত জমি..
আমি রোজ দেখি শয়ে শয়ে বিদেশী চোখ
খুঁটি পোঁতার অদম্য লালসা তাদের দৃষ্টিতে..
এসব পুংদন্ডের জারজ সন্তান
জমিক্ষিদে নিয়ে তেড়ে তেড়ে আসে..
আমি যদি ওদের শরীরে ঘৃণার ফলা দিয়ে
দেশভাগ করে দিই..
ধর্ষকের ধর্ষকামের দেশভাগ?
আমায় কি বলবে? দেশদ্রোহি বলবে?
বিকৃতির কোনো দেশ নেই..নরক আছে শুধু..
নরকদ্রোহীতা ইশ্বর ক্ষমা করেন..
এখানে কেউ ক্ষমা বোঝেনা..
সংঘাত বোঝে শুধু..
No comments:
Post a Comment