Wednesday, November 18, 2015

Kobita no......

তোমার কোলে ফেলে রাখলাম ছায়া, 
আবরণহীন সদ্যজাতর মতো...
রোজ ঘুমসারে একবার বেঁচে ওঠা,
রোজ ঘুমভাঙা সকালেরা সব মৃত...

ভালোবাসা মানে এমনি তো নির্লাজ, 
নেই প্ৰসাধন, নেই কোনো মেকী আলো...
ছায়া তো মাখেনা কাজলা-লালীমা সাজ, 
ছায়াসঙ্গিনী তুফানময়ী হল...

তোমার বুকে আমার যে ছায়া জাগে, 
ঘুমপাড়ানিয়া আঙুল বোলায় মুখে.....
এমন সাধ্বীসঙ্গ করেছ আগে?
এমন প্রেমের সাধনা রেখেছ বুকে?

No comments:

Post a Comment