Thursday, November 26, 2015

যে দুই চোখের স্বপ্নের রেশ মেখে,
সূৰ্য্যমুখী দিনের ভাঙল ঘুম..
তাদের পলক পরলেএকটি বার,
আমার প্রেমের পাপড়ি পরবে খসে..

তার চেয়ে বরং এমনি নিবিড় করেই,
নিরঙ্কুষ তাকাও আমার দিকে,
চোখের ভাষায় চোখ আবদ্ধ করো,
সুখ দুঃখের সবটুকু যাক মিশে...

No comments:

Post a Comment