Tuesday, May 3, 2016

ঝড় ওঠে, ঝড় থেমে যায়
কবির খাতায়,
উড়ে অাসা কুটোর কবিতা
কবির মুগ্ধতা
নিয়ে তাকায় অালেয়ার দিকে।
ঝোড়ো রঙ ফিকে।
সুদূরের চোখ,
জড়িয়ে নেয় বর্ষার মোড়ক
চলকায়।
কালি জমে কবির খাতায়।
মোহজাগানিয়া,
জেগে উঠে বিদিশার স্পর্শতনয়া
চোখ রাখে ঠোঁটে,
অধর ফুরালে তার কাম জেগে ওঠে।
ঘুম নেই
নেই তৃষা, চুম্বন দিলে যেই
নীরবতালিপি,
শিলাবুকে পুঁতে দিল বীজ চুপিচুপি।
অতলের নামে
ঝড় ওঠে, ঝড় বয়, ঝড় থামে,
কবিদের খামে,
রেখে যায় বেনামী মেঘ গুটিসুটি,
বিষাদের চিঠি।

Wednesday, April 20, 2016

মোহনি ছায়ায় ঝিম ডুবে যেই হাওয়া,
তার শরীরেই ঋতুর অাসা যাওয়া..
ভেজা ঋতু হিম,ঋতু পুড়ে ছারখার,
কাঁপে ছায়াদেহে অধর মিলনসার..

Friday, April 15, 2016

In every girls life there is some fairytale lying round the corner waiting for its chance to reality. Life is all about that. Demons, Vengeance, Corruption, falsies, Innocence and then the death of it, and love, and free spirits, and happy endings. Only the true loves kiss can break the curse. The curse of being miserable, the curse of being a hopeless loser, the curse of facing the world alone, shattered and broken. Fairy godmothers do exist. Look around you and you'll see, disguised as a friend, as your sisters, as your mother or even as a male close to you by some relation or other. But the only way to a happily ever after is through that true loves kiss. We must take that chance..p

Thursday, March 31, 2016

মৃত্যুর মিছিল জুড়ে হেঁটে চলে মোমবাতি।
শুয়ে থাকা গ্রীষ্মকালীন রাজপথ
মন দিয়ে শোনে নির্বিকার জড়তা।
মাথার উপরে ভ্রাম্যমান শিকারির ঠোঁট,
ছোঁ মেরে তুলে নেয় মুখে,
প্রসূতি মন্ড থেকে অজাত গর্ভের ভ্রূণ।
নির্বাচনী ছায়ামেঘে ঢাকা পড়ে সূর্যের মূখ,
এইবার শকুনের মোচ্ছব হবে।
ভাঙা অাড়ালের নীচে চাপা কান্না যত,
হাত বাড়ায়, ছোঁয়া পেয়ে হাত কাঁপে।
তিলোত্তমার বুকে ধ্বংসস্তুপ হাতড়ায় কাল।
মোমবাতিযাত্রায় শবদেহ বেড়ে চলে ক্রমে,
নিরবতা হাঁটে, জড়া হাঁটে, চেতনা হাঁটে,
ধর্মও হাঁটে শেষে মানুষের অভাবে।
মৃত শহরের বুকে বেদনা নেই, অাছে শান্তি,
যেমন থাকে গোরস্থানে, অথবা শ্মশানে।

Monday, March 21, 2016

মধ্যরাতে বদল হয় ছবি
বাসন্তী অার অাসমানী,
ফিকে হওয়ার পায় চুরান্ত অাকাশ।
তুলি মুখে জমে থাকে
অাবীর ফাগের কূটো,
পলাশের মতো গাঢ় কোনো
শরীর অার ফাঁকা নেই।
হাওয়া শরীরেও রং লাগেনা,
বোলপুরি কোনো মিঠে শাড়ি
সুরের অভাবে কমে অাসে,
অাঁচলের স্মৃতিটুকু আবহমান
বয়ে চলে গাঙ্গেয় উপত্যকায়।
মনোক্রোম ক্যানভাস,
বহন করে ছবির সাদা লাশ।
সব হত্যাই মধ্যরাতের,
বসন্তের শবযাত্রায়,
নত মুখে হাঁটে গ্রীষ্মের শহর।
অসামঞ্জস্যের ঘর।

Monday, March 14, 2016

"ছোঁয়াছুয়ি হবে জীবনের পরে"
স্বপ্ন অাঁকড়ে শুয়ে পড়ে দিন,
দিগন্তরেখার গায়ে...
বিষন্ন পায়ে এগিয়ে চলে রাত..
আকাশের মাটি মাখামাখি করে
পূবে লালনদী হয়ে অাসে ক্ষীন
মিলনতিথী ফুরোয়...
সাক্ষী শুধুই অর্ধ কলার চাঁদ..
কিছুই জমেনা জন্মান্তরে,
জনম জনম অাদরবিহীন
অাবহমান সময়...
কিছু জীবনের কেবলই সমানুপাত..

Friday, March 4, 2016

শব্দতৃষা নিয়ে
আমি  বসে থাকি,
মুহূৰ্তের কাছে..
যে মুহূর্তে কোনো ক্ষিদে নেই,
কোনো চাওয়া নেই, কোনো দাবী নেই..
কোনো ক্ষীণ শরীর নেই,
কোনো দ্ৰুত সঙ্গম নেই,
কোনো ব্যস্ত চুম্বন নেই..
যে মুহূৰ্তের
শুধু আকুতি আছে,
স্পৰ্শকাতর শব্দ আছে,
প্রকাশস্পৃহা আছে..
ব্রহ্মান্ডের  সেই সকল
মুহূর্তযোনির কাছে,
আমার অপার ঋণভার নিয়ে,
আমি বসে থাকি অবিচল..
এমন ঋণশোধকে
তুমি কবিতা বলে জেনো,
প্রেম বলে জেনো..