ফাঁকা হয়ে আসে জনপদ
অবশ অন্ধকার নামে ঝুপ করে
অসময়ের বৃষ্টির মতো..
অন্ধ পথিক তার যাবতীয় প্ৰাণশক্তি নিয়ে
খুঁজে বেড়ায় অবসাদের চোখ..
কাকে খোঁজো পথিক?
"খুঁজি এক প্রেয়সীর চোখ",
এভাবে না খুঁজলে শহর চেনা যায় না..
শহরের চোখ নেই, প্রেম নেই..
যেখানে বাষ্প পায়, তাকেই আঁকরে ধরে..
"দেখেছ? কেউ কি দেখেছ?"
শহর দেখেনা কিছু, দেখে শুধু বিকৃত ভীড়..
উন্মাদিনীর ঝোলা স্তন, বিক্ষত ঊরু, রজঃস্নাত যোনী..
এভাবে না দেখলে কামুক হওয়া যায়না..
উন্মাদ চোখ শুধু অনন্ত পথ দেখে, গলি দেখে, দেখে ফুটপাথ...
অন্ধত্ব ভুলিয়ে দেয় সব, প্রেমিকের মুখ, ধর্ষকের হাত..
ফাঁকা কোনো জনপদে, রিক্ততা মাখা রাতে
পথ খোজে একজোড়া চোখ..
পথিকের অন্তরে জড়তা নামে ঝুপ করে, অসময়ের কুয়াশার মত..
"দেখোনি? কেউ কি দেখোনি?"
এভাবে না খুঁজলে মানুষ চেনা যায়না..
অবশ অন্ধকার নামে ঝুপ করে
অসময়ের বৃষ্টির মতো..
অন্ধ পথিক তার যাবতীয় প্ৰাণশক্তি নিয়ে
খুঁজে বেড়ায় অবসাদের চোখ..
কাকে খোঁজো পথিক?
"খুঁজি এক প্রেয়সীর চোখ",
এভাবে না খুঁজলে শহর চেনা যায় না..
শহরের চোখ নেই, প্রেম নেই..
যেখানে বাষ্প পায়, তাকেই আঁকরে ধরে..
"দেখেছ? কেউ কি দেখেছ?"
শহর দেখেনা কিছু, দেখে শুধু বিকৃত ভীড়..
উন্মাদিনীর ঝোলা স্তন, বিক্ষত ঊরু, রজঃস্নাত যোনী..
এভাবে না দেখলে কামুক হওয়া যায়না..
উন্মাদ চোখ শুধু অনন্ত পথ দেখে, গলি দেখে, দেখে ফুটপাথ...
অন্ধত্ব ভুলিয়ে দেয় সব, প্রেমিকের মুখ, ধর্ষকের হাত..
ফাঁকা কোনো জনপদে, রিক্ততা মাখা রাতে
পথ খোজে একজোড়া চোখ..
পথিকের অন্তরে জড়তা নামে ঝুপ করে, অসময়ের কুয়াশার মত..
"দেখোনি? কেউ কি দেখোনি?"
এভাবে না খুঁজলে মানুষ চেনা যায়না..