Tuesday, January 12, 2016

মন কেমনের ফোন,
কিছু চাসনা আমার কাছে..
মন কেমনের ফোন,
অনেক অপেক্ষা পরে আছে..

কবিতা তো জানে আলো
মুখ তুলে দেখে হাওয়া...
কাগজেরও সাদা ভালো
শুধু দাগ রেখে চলে যাওয়া..

মন খারাপের ফোন,
তুই ডাকে রাখলিনা নাম..
মন কেমনের ফোন,
আমি অপেক্ষা নেভালাম..

Saturday, January 2, 2016

Wear n tear, and everything near

A new dawn is upon me. I welcome thee oh new year, but conditions apply. I welcome you if only u be rewarding, unlike last year.
Grown a beet older i have i guess. So, some lessons well learned as enlisted below:
1. Dont trust people. Keep a dog instead. Dogs are loveliest. Love them not people.
2. Stop explaining yourself. You are an independent person. You owe an explanation to no one.Besides people are deaf about things that do not comfort them. Truth is not comforting for people.
3. Keep distance. Yes. Thats right. You've been enough blamed for when you only tried to help. So let others deal with their life n you deal with yours. Stay at bay. That way no one reaches you, no one hurts you.
4. Do not expect anyone to understand you. Yep. No one. Cause no one ever did, n no one will. No one can be that rational.
5. Do not fight. Its not worth always. Just block anyone or everyone who is trying to hurt you. Wherever you smell the stench just turn you back on it. Pretend no one exists.
6. Dont feel guilty for things you have not done. You cant please everyone, so dont even try it. Please yourself if you can.
7. When others are judging you and putting the blame on you instead, turn your back on them. It only shows their double standards. You are no social worker. No need of educating them. Just be deaf. Do something meaningful instead. Watch cartoons.
8. Dont try to fix situations, people, relations or anything else that has been broken. Its not your job. You dont get paid for it. Nobody hired you for fixing up the world.
9. Love, friendship, trust, relations all are overrated. Nothing in this world in unconditional. Not even you. Not even god. Do not trust words. They decieve. Big time.

and most importantly,
10. Expect less from yourself and nothing from others. It will give you peace. Build your walls with fire, live in exile, or in humanity. Society n social shit is not for you. Be nice, be good but dont waste time to prove it. You dont need love and respect from everyone. Kittu alone is enough for this whole world. Till he loves you true and your students remember your words fuck the rest of the world. Others can do whatever suits them.

Days of talking to myself feels nice, warm n soothing. Lost so much but not exactly that much. All that i loat was a lie anyhow.
I need to find my happiness and my peace within me. It wont be found anywhere else. I know it wont hurt me anymore. I'v outgrown it.
Yes. Thats me. 

Wednesday, December 16, 2015

তুমি তো আর শেখালেনা...
সাদার গায়ে রঙিন আঁচর কেটে,
কেমন ছবি জ্যীন্ত হয়ে ওঠে...

তুমি তো আর শেখালেনা...
গা ঘেঁষে বসা ফিসফিস স্তব্ধতা,
কোন মৃদুতালে আপনি হয় কবিতা..

তুমি তো আর শেখালেনা...
মুহূৰ্তগুলো ফ্ৰেমবন্দী করে,
সময়ও বেঁধে রাখা যায় হিমঘরে...

তুমি কিছুই শেখালেনা...

আদুল হাসি, হাঁসুলি আদর,
কাঁচামিঠে ঘুম, নিঝুম চাদর,
বোবা হাসি, ভেজা কান্না...
কিচ্ছুটি না...

আমি তবুও তো শিখলাম,

পিছুটানে সুর বাঁধলাম,
রোদ পোহানো যে ডাকনাম,
তোমার বেতার খামে রাখলাম..
আমি ভালোবাসাবাসি শিখলাম...
দাবানলের মতন ছড়িয়ে দেব
ভালোবাসার বীজ, মাটির শিয়রে
দেখব কেমন করে
একটি একটি করে অঙ্কুরিত গাছ
প্রেম হয়ে অরণ্যে বেড়ে উঠছে..

প্রেমের চোখে, সোজা চোখ রেখে
বলতে পারী,"আমরা নারী"...

যে আগুণ সর্বনাশা,
সেই আগুণই শুদ্ধ করে,
যখন আত্ম ভুলে স্পৰ্শ করে,
সর্বনাশা ভালোবাসাও,
সেই প্রেমেই তো মুক্তি মেলে,
যখন কানায় কানায় ভরিয়ে তোলে..

অস্ত্রে অস্ত্রে কেটে ফেলো যোনীদেশ,
পুড়িয়ে ফেলো,
ছিঁটেফোটাও রেখোনা অবশেষ..

হত্যাপ্রলয় শেষে ছড়িয়ে দেব মানবতার হাড়, ভূমিসূতার বুকে..
দেখো তাকে ঘিরে
গাছগুলো সব প্রহরি হয়ে
বাঁচিয়ে রাখছে জীবনের বীজ.

Saturday, December 12, 2015

Come back

Its been a long time, two years and a half since my eyes have met yours, since my fingers have touched your smile. So much time have passed since we've sat down face to face, looking at eachother, and shared a smoke over a conversation.
There has not been a single day i have not thought of you, not checked your status, or not read your blog page, and have not missed you.
Finally my wait is over. You are coming to your home, where you belong. To the city that always has a place for you, and enough love.
You are a far away man now, more independent and more of a loner since you left. Your coming back with a thicker shield. My prince from a far far away land, a land across the thirteen rivers and seven seas, you are coming back to your roots.
I know you wont be staying for long. By the time you come may be ill be in bangalore. What to do! Life is such. Always driving us away, apart. And im fine with living at a distance, i feel unnerved when we come closer. Everything becomes foggy and i cant see u then.
I just wish one thing, just one. I want to hug you as long as i can before we part. Just that much. I hope to see u once again.

Thursday, December 10, 2015

"আমাকে একটা কবিতা দাও কবি."
কামুকের মতো জাগছে আমার শব্দকাম,
আমাদের মাঝে যেটুকু আছে আকুতি,
যেটুকু গন্ধ, যেটুকু স্বপ্ন,
যেটুকু ছোঁয়া, যেটুকু অনুভূতি,
সবটুকু মেখে তুমি বসো তোমার সঙ্গমস্থানে,
জনকের আদরে ফুটিয়ে তোলো বীজ,
আমায় তোমার কবিতাগর্ভ দাও...
আমি খুঁজছি সেই কবিতাকে,
শেষ হয়েও রয়ে গেল যে শব্দকামের  কাছে..
খুন হলো যে লোলুপ মধ্যরাতে,
বাঙ্ময় শব উষ্ণ, নহন্যতে...
সেই কবিতা যে জানে,
 অলীক ব্রম্হান্ড পানে,
তুমি ডুবে গেছ শীতঘুমে,
পশ্চিম আকাশে তন্দ্রাতুর নিয়মে...
কবিতা জানে তোমারও শব্দ আছে, বিভূতি আলোর কাছে...
কবিতা জানে গোপন সংবেদন,
 নিষ্কাম প্রেম, প্রেমহীন সংযম,
যে কবিতা নারীর গর্ভে জাগে,
আমি খুঁজছি শুধু সেই কবিতাকে...

আমি খুঁজছি সেই কবিতাকে,
কলঙ্কিনীর দোসর ভাবো যাকে.
অভিসারিকার বিরহী পথযাপন ,
"সঙ্গী আসবে, সঙ্গী আসবে" মন,
একাই কাঁদে একাই হাসে,
একাই ডোবে, একাই ভাসে,
কবিতা দাঁড়িয়ে  পাশে...
হোক বিদেহী শব্দগুচ্ছ, তবু তো নির্ভরতা,
চাইনা পুরুষ, প্ৰকৃতিও না, আঁকড়ে ধরি কবিতা...

পুরুষ তো নয়,থুঁজছি তো কবিতাকে,
আবেগ মেহনে শরীর দিলে যাকে..
জন্ম হয়নি যার,
যে কবিতা অগ্নিকন্যার,
তাকায় সোজা ফুলকি আঁকা চোখে,
বৃন্ত, নাভি, বোঝাই বিষ্ফোরোকে,
প্রেম নয় প্রিয় কবি,
আমি খুঁজছি সে কবিতাকে..