তুমি তো আর শেখালেনা...
সাদার গায়ে রঙিন আঁচর কেটে,
কেমন ছবি জ্যীন্ত হয়ে ওঠে...
তুমি তো আর শেখালেনা...
গা ঘেঁষে বসা ফিসফিস স্তব্ধতা,
কোন মৃদুতালে আপনি হয় কবিতা..
তুমি তো আর শেখালেনা...
মুহূৰ্তগুলো ফ্ৰেমবন্দী করে,
সময়ও বেঁধে রাখা যায় হিমঘরে...
তুমি কিছুই শেখালেনা...
আদুল হাসি, হাঁসুলি আদর,
কাঁচামিঠে ঘুম, নিঝুম চাদর,
বোবা হাসি, ভেজা কান্না...
কিচ্ছুটি না...
আমি তবুও তো শিখলাম,
পিছুটানে সুর বাঁধলাম,
রোদ পোহানো যে ডাকনাম,
তোমার বেতার খামে রাখলাম..
আমি ভালোবাসাবাসি শিখলাম...
সাদার গায়ে রঙিন আঁচর কেটে,
কেমন ছবি জ্যীন্ত হয়ে ওঠে...
তুমি তো আর শেখালেনা...
গা ঘেঁষে বসা ফিসফিস স্তব্ধতা,
কোন মৃদুতালে আপনি হয় কবিতা..
তুমি তো আর শেখালেনা...
মুহূৰ্তগুলো ফ্ৰেমবন্দী করে,
সময়ও বেঁধে রাখা যায় হিমঘরে...
তুমি কিছুই শেখালেনা...
আদুল হাসি, হাঁসুলি আদর,
কাঁচামিঠে ঘুম, নিঝুম চাদর,
বোবা হাসি, ভেজা কান্না...
কিচ্ছুটি না...
আমি তবুও তো শিখলাম,
পিছুটানে সুর বাঁধলাম,
রোদ পোহানো যে ডাকনাম,
তোমার বেতার খামে রাখলাম..
আমি ভালোবাসাবাসি শিখলাম...