ছায়ার নিচে শুয়ে থাকে ছায়ার কবিতা,
তারও নিচে শুয়ে থাকে নদী।
নাবিক নেমে এস খাতের নাভীতে,
সমুদ্র খুঁজে পাও যদি।
তল নেই যার সেই অতলকে ছুঁয়ে,
মৈথুণগ্রন্থিতে নামো।
যে স্পর্শে কাতরতা ছেরে দেয় ঘর,
তার আঙ্গুলের কাছে থামো।
জড় ছায়াদেহ বড় মৌনমুখর,
জলদেহে ভাসমান সুখ।
নদীখাতে জেগে থাকে শব্দতনয়া,
বুকে জাগে নাবিকের মুখ।
তারও নিচে শুয়ে থাকে নদী।
নাবিক নেমে এস খাতের নাভীতে,
সমুদ্র খুঁজে পাও যদি।
তল নেই যার সেই অতলকে ছুঁয়ে,
মৈথুণগ্রন্থিতে নামো।
যে স্পর্শে কাতরতা ছেরে দেয় ঘর,
তার আঙ্গুলের কাছে থামো।
জড় ছায়াদেহ বড় মৌনমুখর,
জলদেহে ভাসমান সুখ।
নদীখাতে জেগে থাকে শব্দতনয়া,
বুকে জাগে নাবিকের মুখ।
No comments:
Post a Comment