অপেক্ষায় থাকি,
কখন তুমি নৈরাজ্যের স্বর্গ ভেদ করে, ফিরে আসবে ঘরে।
জীবনে প্রাচুর্য বলতে প্রেম।
তুমি এখন বান্ধবীদের হাত ধরে পড়ন্ত বিকেল।
অথবা ট্রাম লাইন পিছনে ফেলে, পোস্টার সাঁটা দেওল লিখন।
বলা তো যায়না কিছুই।
দেখছনা একের পর এক আকুতি।
মুঠোফোনের মুখ জুড়ে বয়ে চলেছে 'মিসড্ কল'।
কখন থেকে ডাক পাঠাচ্ছি তোমায়।
পাহাড় পাহাড় বুক পেরিয়ে,
কিছুই পৌঁছোচ্ছেনা তো কানে।
সস্তা শাড়ির আঁচল ঘুরে এল কোমড়।
ঢাল পেরোলেই জানি,
প্রতিদিনই ইতিউতি শক্ত হচ্ছো তুমি,
নোনা গন্ধে, মিষ্টি গন্ধে, স্বাদবদলের গন্ধে।
ধুয়ে রাখলাম চাল, বেঁধে নিলাম চুলও।
ছাড়ানো আলুর গায়ে ফুটছে,
মুসুরির ডালগুলো
টগবগিয়ে, পাংশু কড়াই জলে।
মাপছো শরীর হাজার কোটি,
ছাইয়ের পসরা সাজানো ফুটপাথ এ।
এদিকে তাকাও, শোনো,
ঘর তবু ঘরই থাকে।
কখন তুমি নৈরাজ্যের স্বর্গ ভেদ করে, ফিরে আসবে ঘরে।
জীবনে প্রাচুর্য বলতে প্রেম।
তুমি এখন বান্ধবীদের হাত ধরে পড়ন্ত বিকেল।
অথবা ট্রাম লাইন পিছনে ফেলে, পোস্টার সাঁটা দেওল লিখন।
বলা তো যায়না কিছুই।
দেখছনা একের পর এক আকুতি।
মুঠোফোনের মুখ জুড়ে বয়ে চলেছে 'মিসড্ কল'।
কখন থেকে ডাক পাঠাচ্ছি তোমায়।
পাহাড় পাহাড় বুক পেরিয়ে,
কিছুই পৌঁছোচ্ছেনা তো কানে।
সস্তা শাড়ির আঁচল ঘুরে এল কোমড়।
ঢাল পেরোলেই জানি,
প্রতিদিনই ইতিউতি শক্ত হচ্ছো তুমি,
নোনা গন্ধে, মিষ্টি গন্ধে, স্বাদবদলের গন্ধে।
ধুয়ে রাখলাম চাল, বেঁধে নিলাম চুলও।
ছাড়ানো আলুর গায়ে ফুটছে,
মুসুরির ডালগুলো
টগবগিয়ে, পাংশু কড়াই জলে।
মাপছো শরীর হাজার কোটি,
ছাইয়ের পসরা সাজানো ফুটপাথ এ।
এদিকে তাকাও, শোনো,
ঘর তবু ঘরই থাকে।
No comments:
Post a Comment