Tuesday, July 7, 2015

তোর্সার দ্বিতীয় কবিতা

অনেক অনিদ্রার টিলা পেরিয়ে,
তোমার কপালে যদি চুমু খায় ঘুম...
তুমি যেমন তক্খুনির নিমেষে
ঠোঁটের ফাঁকে মাখো সেই নিঝ্ঝুম...

আমিও তেমন ফাঁকতালেরই খাঁজে
আঁকরে ধরি তোমায় বুকের ভাঁজে

তমানিষার অলংকারি চাঁদ
অলীক যেমন রূপকাহনের সুখ
আমিও তেমন কলমকারি প্রেমে
নক্সীফাঁদে গাঁথছি প্রিয় রূপ

তোমায় ছোঁয়া আঙ্গুল ঘুমিয়ে আছে
আজগুবি কিছু সজাগ ইচ্ছে মাঝে...

No comments:

Post a Comment