তোমার সাথে সব দিন-রাতে মায়াবী সম্ভোগ,
তোমার মুখে আগুন,আর আমার মুখে অগ্নি-সংযোগ....
আমার মস্তিস্ক পরাবাস্তবতায়ে লীন,
আর অবশ স্নায়ুতন্ত্রে acetyle -choline.....
তোমার সাদা শরীর জড়িয়ে ধরি হাতের কনে,
কখনো ঠোঁট রাখি তোমার গায়ে সন্তর্পনে....
তুমি আমার স্নায়ুর মিছিলে বৃষ্টির পথ হাঁটো,
তুমি আমার নিঃসন্গতায়ে নীল ঘুম হয়ে আসো.....
তোমার শরীর উত্তাপে পুরে ছাই...
কুড়িয়ে তোমায়ে আবার আগুন জালাই...
তোমার শরীরী উত্তাপে যৌনতা পাই বা না পাই,
তোমার বাহুপাশে তাই বারুদ রেখে যাই....
তুমি আমার বিদেহী রাতের চিহ্ন,
রোজ ই তোমায় দাম দিই তার জন্য....
নেভালেও শেষ হও না কোনদিন,
আমার স্নাযুবন্দী তাই acetyle -choline ......
No comments:
Post a Comment